শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

তাপদাহে জনজীবন অতিষ্ঠ

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) সংবাদদাতা: সিরাজগঞ্জের রায়গঞ্জে গত কয়েক দিনের প্রচন্ড খরতাপে জন জীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। এতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। উপজেলার বিভিন্ন হাট বাজার রাস্তা ঘাটে বের হওয়া মানুষ গুলো গরমে আসফাঁস করছে। বিশেষ করে শিশু ও বৃদ্ধদের অবস্থা তুলনামূলক বেশি নাজুক। প্রচন্ড গরমে শিশুদের ডায়রিয়া-আমাশয় সহ নানা উপসর্গ দেখা দিয়েছে। উপজেলা হাসপাতাল সুত্রে জানা যায় এধরনের রোগির সংখ্যা দিন দিন বাড়ছে। সরেজমিনে গিয়ে দেখা যায় সেখানে ডাক্তার স্বল্পতায় চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। অপরদিকে প্রচন্ড গরমের সাথে বিদ্যুৎ বিভ্রাট জনজীবনে সৃষ্টি করেছে বাড়তি ভোগান্তি। মানুষ পারতপক্ষে ঘর থেকে বের না হওয়ায় ব্যবসা বাণিজ্যসহ বিভিন্ন প্রতিষ্ঠানে এর বিরূপ প্রভাব পড়তে শুরু করেছে।

অনলাইন আপডেট

আর্কাইভ