শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

যুদ্ধবিরতির মেয়াদ বাড়াবে না তালেবান জঙ্গিরা

১৮ জুন : আফগানিস্তানের তালেবান গেরিলারা রবিবার জানিয়েছে, তারা যুদ্ধবিরতির মেয়াদ বাড়াবে না এবং আবার যুদ্ধ শুরু করবে।

তালেবানের এই ঘোষণা যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে শান্তির সম্ভাবনাকে আবার ক্ষীণ করে দিল।পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আফগান সরকার এক সপ্তাহের যুদ্ধবিরতি পালন করেছে। অন্যদিকে তালেবান তিনদিনের যুদ্ধবিরতি পালন করে।শনিবার রাতে আফগান প্রেসিডেন্ট আশরাফ গণি তালেবানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দেন এবং তিনি তালেবানকেও তা মেনে চলার আহ্বান জানান।তারপরই তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ হোয়াটসঅ্যাপের মাধ্যমে বার্তা সংস্থা যুদ্ধবিরতির মেয়াদ না বাড়ানোর ঘোষণা দিলেন।তিনি বলেন, যুদ্ধবিরতির মেয়াদ আজ রাতে শেষ হচ্ছে এবং আবার অভিযান শুরু হবে। যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর কোনো ইচ্ছা আমাদের নেই।২০০১ সালে আফগানিস্তানে মার্কিন আগ্রাসন শুরুর পর এই প্রথম দেশটিতে আনুষ্ঠানিক কোনো যুদ্ধবিরতি পালন হলো। যুদ্ধবিরতি পালনের সময় দেশটিতে নিরাপত্তা বাহিনী, তালেবান যোদ্ধা ও বেসামরিক লোকজনকে কোলাকুলি করতে দেখা গেছে।

অনলাইন আপডেট

আর্কাইভ