বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
Online Edition

নাগাল্যান্ডে সন্ত্রাসী হামলায় অসম রাইফেলসের ৪ জওয়ান নিহত

১৮ জুন পার্স টুডে : ভারতের নাগাল্যান্ডের মন জেলায় সন্দেহভাজন ন্যাশনাল সোশালিস্ট কাউন্সিল অব নাগাল্যান্ড বা এনএসসিএন (খাপলাং) সন্ত্রাসীদের হামলায় অসম রাইফেলসের চার জওয়ান নিহত ও দুই জন আহত হয়েছে। আহত জওয়ানদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত রোববার বিকেল তিনটে নাগাদ আবোই এলাকায় ভারত-মিয়ানমার সীমান্তের কাছে এক জঙ্গলের ভেতর থেকে সন্ত্রাসীরা আচমকা নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে ও গ্রেনেড হামলা চালায়। নিরাপত্তা বাহিনীও এসময় পাল্টা গুলিবর্ষণ করে হামলাকারীদের জবাব দেয়। কিন্তু ওই ঘটনায় সন্ত্রাসীদের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তা জানা যায় নি।৪০ অসম রাইফেলসের বেশ কয়েকজন জওয়ান পানি সংগ্রহ করতে জঙ্গলের দিকে গেলে গেরিলারা তাদের টার্গেট করে গুলিবর্ষণ করলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। 

২০১৫ সালের মে মাসে এনএসসিএন (খাপলাং) সন্ত্রাসীদের হামলায় অসম রাইফেলসের আট জওয়ান নিহত হয়েছিল।

অনলাইন আপডেট

আর্কাইভ