শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

শালিখায় ভ্রাম্যমান আদালতের অভিযান ৫টি অবৈধ আড়বাঁধ উচ্ছেদ

শ্রীপুর (মাগুরা) সংবাদদাতা:  মাগুরার শালিখা উপজেলা সদরের  আড়পাড়া  ইকোপার্ক এলাকার কানুদার খালে আড়বাঁধ উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। রবিবার দুপুর ১২ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত  এ অভিযান পরিচালনা করা হয়। শালিখা উপজেলা নির্বহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সুমী মজুমদার এ অভিযানে নেতৃত্ব দেন। কতিপয় অসাধু  ব্যক্তি আইনের তোয়াক্কা  না করে কানুদার খালে  অবৈধ আড়বাঁধ ও সূতোর জাল পেতে রেনু পোনা মাছ ধ্বংস করছে এমন অভিযোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৫টি আড়বাঁধ উচ্ছেদ সহ বাঁধের বাঁশ, খুটি,চাঁন,সূতোর জাল সহ যাবতীয় সরঞ্জাম কেটে বিনষ্ট করে দেওয়া হয়। এ সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ দীন ইসলাম, আড়পাড়া ইউপি চেয়ারম্যান আরজ আলী বিশ্বাস সহ ইউপি সদস্য, পুলিশ প্রশাসনের সদস্যরা । এব্যাপারে নির্বাহি অফিসার ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট সুমী মজুমদার বলেন, উপজেলার আড়পাড়া কানুদার খালে অবৈধ আঁড়বাধ ও সূতের জাল দিয়ে কিছু অসাধু  ব্যক্তি মাছ ধরছিল। তাদের এসব আঁড়বাধ ও সূতের জাল উচ্ছেদ করতে এ অভিযান চালানো হয়। অভিযানে ৫টি  আড়বাঁধ ও বাঁধে ব্যবহৃত সমস্ত সরঞ্জাম কেটে বিনষ্ট করা হয়। কিন্তু আড়বাঁধ দেওয়া মৎস্য শিকারীরা পলাতক থাকায় তাদের গ্রেফতার বা জরিমানা করা যায়নি। তবে উপজেলার প্রত্যেকটি নদী, খাল ও বিল থেকে অবৈধ আড়বাঁধ ও সূতোর জাল  উচ্ছেদ করা হবে।

অনলাইন আপডেট

আর্কাইভ