শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪
Online Edition

দ্বিগুণ ভোটের ব্যবধানে গাজীপুরের মেয়র হচ্ছেন জাহাঙ্গীর

স্টাফ রিপোর্টার: গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে দ্বিগুণ ভোটে বিজয়ী হচ্ছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম। চূড়ান্ত ফলাফল ঘোষণার পর মেয়রের চেয়ারে তিনিই বসবেন। ২৪২টি কেন্দ্রের ফলাফলে জাহাঙ্গীর আলম নৌকা প্রতীকে পেয়েছেন ২ লাখ ৬৭ হাজার ৬৯৭ ভোট। আর তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপির হাসান উদ্দিন সরকার পেয়েছেন ১ লাখ ২১ হাজার ১৭৯ ভোট। প্রায় লক্ষাধিক ভোটের ব্যবধানে তিনি বিজয়ী হতে যাচ্ছেন।
গতকাল মঙ্গলবার গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে বিকেল ৪টায়। ভোট গণনা শেষে কেন্দ্রে ফল চূড়ান্ত করা হয়েছে। ভোটের ফল পাঠানো হচ্ছে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে। রিটার্নিং কর্মকতা একের পর এক কেন্দ্রের ফল ঘোষণার পর মেয়র পদে বিজয়ীর নাম ঘোষণা করবেন।
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মোট ভোটকেন্দ্র ৪২৫টি। এর মধ্যে নানা অনিয়মের কারণে নয়টি কেন্দ্রের ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন। রিটার্নিং কর্মকর্তার ফল ঘোষণার আগেই বিভিন্ন উৎস থেকে কেন্দ্র ভিত্তিক ফল পাওয়া গেছে। গতকাল রাত ১০টা ৫ মিনিট পর্যন্ত ২৪২টি কেন্দ্রের ফল পাওয়া গেছে।
এতে দেখা গেছে আওয়ামী লীগের মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলমের নৌকা প্রতীক পেয়েছে ২ লাখ ৬৭ হাজার ৬৯৭ ভোট। আর তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপির হাসান উদ্দিন সরকার পেয়েছেন ১ লাখ ২১ হাজার ১৭৯ ভোট।

অনলাইন আপডেট

আর্কাইভ