শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪
Online Edition

কোচকে বরখাস্ত করবে না জার্মানি

স্পোর্টস ডেস্ক : গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে লজ্জার হার নিয়ে আসর থেকেই বিদায় নিল গেল বারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। বুধবার অপেক্ষাকৃত দুর্বল দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ২-০ গোলে হেরে মাঠ ছাড়তে হয়েছে জোয়াকিম লোর দলকে। যার ফলে হতাশা নিয়ে কোচিং থেকে পদত্যাগের ইঙ্গিত দিয়েছেন জোয়াকিম। তবে কোচকে বরখাস্ত করবে না বলে জানিয়েছেন জার্মান ফুটবল এসোসিয়েশন ‘ডিএফবি’। ডিএফবি সভাপতি রেইনহার্ড গ্রিন্ডে সংবাদমাধ্যমকে বলেছেন, ‘এখনই জোয়াকিমকে বরখাস্ত করার সিদ্ধান্ত নিইনি। তার সাফল্যের কথাগুলোও আমাদের মাথায় আছে। নিজেকে বারবার প্রমাণ করেছে সে। তার অধীনে আমরা বিশ্বকাপও জিতেছি। তাছাড়া সে করফেডারেশন কাপও আমাদের জিতিয়েছে। বুধবার ম্যাচ শেষে নিজের ভবিষ্যৎ নিয়ে জোয়াকিম বলেছেন,‘আমি কি বিদায় নেব? আপাতত এর উত্তর দিতে পারছি না। হারের হতাশা আমার এখনো কাটেনি। এটা আমি ভাবতেও পারছি না। অনেক আশাবদী ছিলাম। অবস্থান নিয়ে চিন্তা করার জন্য আরো সময় দরকার। কাল জানাবে এই বিষয়টা।’ ১৯৩৮ এর বিশ্বকাপে গ্রুপপর্ব থেকে বিদায় নিয়েছিল জার্মানি। ৮০ বছর পরে দ্বিতীয়বারের মত প্রথম রাউন্ডেই আসর থেকে বাদ হলো বিশ্বচ্যাম্পিয়নরা। ইন্টারনেট

অনলাইন আপডেট

আর্কাইভ