বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
Online Edition

জায়গা জবর দখলের অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে

শ্রীনগর (মুন্সীগঞ্জ) সংবাদদাতা : আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞা অমান্য করে মুন্সীগঞ্জ শ্রীনগর উপজেলার তন্তর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে জায়গা জোরপূর্বক জবর দখলের অভিযোগ উঠেছে। উপজেলার পানিয়া গ্রামের ভুক্তভোগী অসহায় ওসমান শেখ (৫৫) জানায়, গত ইউপি নির্বাচনে সে চরমোনাই পীরের হাত পাখা প্রতিক নিয়ে ইউপি নির্বাচন করেছিলেন। এর পর থেকে প্রভাবশালী ভূমিদস্যু ইউপি চেয়ারম্যান জাকির হোসেনে, ওসমান শেখের বিরুদ্ধে একের পর এক নানা ষড়যন্ত্র করে আসছে। যার ফলশ্রুতিতে ইউপি চেয়ারম্যান জাকিরের নজর পরে তার পৈত্রিক ওয়ারিশ সূত্রে পাওয়া আর.এস ১২৭ খতিয়ানের ৫৭৩ নং দাগের ৬১ শতাংশ সম্পতির উপর। পূর্ব শত্রুতার জের ধরে ইউপি চেয়ারম্যান জাকির হোসেন, গোলাম হোসেন রতনসহ অজ্ঞাতনামা কয়েক জন মিলে তার ওয়ারিশ সূত্রে পাওয়া জায়গা জোরপূর্বক জবর দখল করে নেয়। এ ব্যাপারে মুন্সীগঞ্জ সিনিয়র সহকারী জজ আদালতে ১৬৯/২০১২ নং একটি দেওয়ানী মোকদ্দমা চলমান রয়েছে। এ ছাড়া ঐ জায়গা নিয়ে একটি অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ থাকলেও তা অমান্য করে প্রভাবশালী ইউপি চেয়ারম্যান রাতের আধারে জায়গা জবর-দখল করে নেয়। শুধু তাই নয়, ভেকু দিয়ে ঐ স্থানের মাটি কেটে অন্যত্র বিক্রি করেন। এ বিষয়ে শ্রীনগর থানায় একটি সাধারন ডায়েরী করা হয়। যাহার নং-৮২৯। থানায় ডয়েরি করা হলেও প্রভাবশালী ইউপি চেয়ারম্যান জাকির গংদের দ্বারা প্রভাবিত হয়ে শ্রীনগর থানা পুলিশ কোনো ব্যবস্থা গ্রহণ করেননি। নিরুপায় হয়ে অসহায় ওসমান শেখ এ ব্যাপারে মাননীয় মহাপুলিশ পরিদর্শক, ডিআইজি, স্বরাষ্ট্রসচিব, মুন্সীগঞ্জ পুলিশ সুপার, শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগও করেন। আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোড়পূর্বক অন্যের জায়গা জবর দখল বিষয়ে ইউপি চেয়ারম্যান জাকির হোসেনের মোবাইলে ফোনে জানতে চাইলে তিনি তার ফোন রিসিভ করেননি।

অনলাইন আপডেট

আর্কাইভ