বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪
Online Edition

উচ্চশিক্ষার জন্য আইএসটিইএম

শিবি: আইএসটিইএম-বিডি এখন ওথামের (OTHAM qualifications UK) বাংলাদেশের অনুমোদিত ট্রেনিং সেন্টার। যদি এমন হয় যে এসএসসি ও এইচএসসিতে কোনো কারণে আশানুরুপ রেজাল্ট না করার কারণে উচ্চশিক্ষা গ্রহণ করতে পারছেন না, তাহলে আইএসটিইএম-বিডির সাহায্য নিতে পারেন। এখানে ওথামের বিভিন্ন বিষয়ের ওপর ডিপ্লোমা কোর্স সম্পন্ন করে উচ্চশিক্ষা গ্রহণ করার যোগ্যতা অর্জন করতে পারেন। অর্থাৎ আপনি বাংলাদেশে বসে কোর্স সম্পন্ন করে অতি সহজেই ইংল্যান্ডের ডিপ্লোমা সার্টিফিকেট অর্জন করতে পারেন। এই ডিপ্লোমা সার্টিফিকেট দিয়ে আপনি ইংল্যান্ডসহ পৃথিবীর অন্যান্য দেশে আন্ডার গ্র্যাজুয়েট ও গ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি হতে পারবেন। ও-লেভেল এবং এ-লেভেল নিয়ে যারা পড়াশোনা করছেন কোনো কারণে তারাও যদি আশানুরুপ রেজাল্ট করতে না পারেন, তবে তারাও আইএসটিইএম-বিডি থেকে এই সুবিধা নিতে পারেন। বাংলাদেশ থেকে আন্ডার গ্র্যাজুয়েট গ্র্যাজুয়েট ও পিএইচডি প্রোগ্রামের জন্য শিক্ষার্থী প্রেরণের ক্ষেত্রে কানাডার The University of Saskatchewan-সহ আমেরিকা, পর্তুগাল মালয়েশিয়ার বিভিন্ন ইউনিভার্সিটির প্রতিনিধি হিসেবে আইএসটিইএম-বিডিতে কাজ করছেন। বিস্তারিত জানতে ০১৭০৭০৭৮১৭৩। আমেরিকা, পর্তুগাল ও কানাডায় পড়াশোনার পাশাপাশি একজন শিক্ষার্থী চাইলেই কাজ করে অর্থ উপার্জন করতে পারবেন। পড়াশোনা শেষে পর্তুগাল ও কানাডার আইন অনুযায়ী স্থায়ী বাসিন্দা হওয়ার জন্য আবেদন করা যাবে।

অনলাইন আপডেট

আর্কাইভ