শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

ঢাকা শহরে অপরাধ নেই বললেই চলে -ডিএমপি কমিশনার

স্টাফ রিপোর্টার : পুলিশের কঠোর অবস্থানের কারণে রাজধানী ঢাকায় অপরাধের মাত্রা কমে এসেছে। অপরাধ করে কেউ পার পাবে না বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) আছাদুজ্জামান মিয়া।
গতকাল শনিবার সকালে রাজধানীর মিরপুরে মণিপুর উচ্চবিদ্যালয় ও কলেজে আয়োজিত ‘চলমান মাদকবিরোধী অভিযান ও আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বর্তমানে ঢাকা শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক জানিয়ে আছাদুজ্জামান মিয়া বলেন, ‘আমাদের কঠোর অবস্থানে ঢাকা শহরে কোনো সংঘবদ্ধ চুরি, ডাকাতি, খুন, চাঁদাবাজিসহ অন্যান্য অপরাধ নেই বললেই চলে। অপরাধ করার পর কেউ পার পাবে না। তাকে আইনের আওতায় আনা হবে। জঙ্গিবাদের ষড়যন্ত্র থেকে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। ধর্মের অপব্যাখ্যা রোধ করতে আলেম সমাজকে ভূমিকা নিয়ে এগিয়ে আসতে হবে।’
 দেশকে বাঁচাতে মাদক দমনের প্রয়োজনে পুলিশ আরও কঠোর হবে বলে উল্লেখ করেন ডিএমপি কমিশনার। তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে জঙ্গিবাদের মত মাদকের বিরুদ্ধে আমরা যুদ্ধে নেমেছি। মাদকবিরোধী অভিযানে ঢাকা শহরের সব মাদকের আখড়া ভেঙে দিয়ে মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় নেওয়া হচ্ছে। মাদক নির্মূল না হওয়া পর্যন্ত আমাদের অভিযান চলবে। ঢাকা শহরে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই হবে না। মাদক ও সন্ত্রাসবাদ একটি বৈশ্বিক সমস্যা। পুলিশের একার পক্ষে এই সমস্যা দমন করা অনেক কঠিন। মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে। মাদক আইনশৃঙ্খলার সমস্যা না, এটা সামাজিক সমস্যা।’
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা-১৫ আসনের সাংসদ কামাল আহমেদ মজুমদার। আরও উপস্থিত ছিলেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) কৃষ্ণ পদ রায়, যুগ্ম কমিশনার (ক্রাইম) শেখ নাজমুল আলম, মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) মাসুদ আহম্মদ।

অনলাইন আপডেট

আর্কাইভ