শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪
Online Edition

চ্যাম্পিয়ন হবে আর্জেন্টিনা - বের্তোনি

গ্রুপপর্বে ভুগলেও আর্জেন্টিনা রাশিয়া বিশ্বকাপের পুরোটা পথ পাড়ি দিতে পারবে। এমনটি মনে করেন ১৯৭৮ বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের সদস্য দানিয়েল বের্তোনি। ঘরের মাঠে ওই বিশ্বকাপের গ্রুপপর্বের একটি ম্যাচে হেরে গেলেও শেষ পর্যন্ত শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে দলের ৩-১ ব্যবধানের জয়ে শেষ গোলটি করেছিলেন বের্তোনি। এবার আর্জেন্টিনার সম্ভাবনা প্রসঙ্গে সাবেক একই রাইট উইঙ্গার বলেন, বাজেভাবে শুরু করার পর ঘুরে দাঁড়িয়ে বিশ্বকাপ জিতেছে এমন অনেক দল আছে। ১৯৭৮ বিশ্বকাপে আমরা ইতালির কাছে হেরে ঘুরে দাঁড়িয়েছিলাম। ‘আমার বিশ্বাস এবার আমরা চ্যাম্পিয়ন হব। তবে আমাদের খেলায় উন্নতি করতে হবে। বিশ্বকাপে আর্জেন্টিনার শুরুটা আশানুরূপ হয়নি। আইস-ল্যান্ডের সঙ্গ ড্র করার পর ক্রোয়েশিয়ার কাছে ৩-০ গোলে হেরে যাওয়ায় নকআউট পর্বে ওঠা অনিশ্চিত হয়ে পড়ে তাদের। গ্রুপে নিজেদের শেষ ম্যাচে নাইজেরিয়াকে হারিয়ে পরের রাউন্ডের টিকিট পায় সাম্পাওলির দল। তিনি বলেন, ‘আমরা ছিটকে যাওয়া থেকে তিন-চার মিনিট দূরে ছিলাম। ভাগ্য আমাদের পক্ষে ছিল। এখন আমরা আমাদের মানসিকতা বদলাতে পারব। আমি খুশি, কারণ আর্জেন্টিনা কোয়ালিফাই করেছে। আমার বিশ্বাস, আমরা ফাইনালে যাব।’ ওয়েবসাইট।

অনলাইন আপডেট

আর্কাইভ