শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

আর্জেন্টিনাকে বিদায় বললেন মাসচেরানো ও বিগলিয়াও

শনিবার রাশিয়া বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে ফ্রান্সের কাছে ৪-৩ গোলে হেরেছে আর্জেন্টিনা। গতি-নির্ভর ফুটবল খেলে আর্জেন্টাইনদের বিশ্বকাপ স্বপ্ন চুরমার করে দিল ফ্রান্স। বিশ্বকাপের মত বিগ আসরে এই প্রথমবার ফ্রান্সের কাছে হারল আর্জেন্টিনা। এই হারের পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আর্জেন্টিনা দলের মিডফিল্ডার জ্যাভিয়ার মাশ্চেরানো। তার বিদায়ের পরে এবার আর্জেন্টিনা থেকে অবসর নিলেন আর্জেন্টাইন মিডফিল্ডার লুকাস বিগলিয়া। ফ্রান্সের বিপক্ষে অবশ্যে আর্জেন্টিনার একাদশে ছিলেন না এই মিডফিল্ডার। নিজের অবসর নিয়ে বিগলিয়া বলেন,‘অনেক কষ্ট নিয়ে বিদায় নিলাম। আমাদের কয়েকজনের জন্য এটা পথের শেষ। আশা করি আমাদের উত্তরসূরিরা কম চাপে খেলতে পারবে ও আর্জেন্টিনা যেখানে থাকার যোগ্য সেখানেই নিতে পারবে। আমার সরে যাওয়ার এটাই সময়। আমাদের নতুন প্রজন্মের এখনই দায়িত্ব বুজে নেবার সময়। ২০০৯ সালে আর্জেন্টিনা দলে খেলার ডাক পান বিগলিয়া। দেশের হয়ে ২০১৪ বিশ্বকাপের ফাইনালেও খেলেছিলেন এই তারকা। ৩২ বছর বয়স্ক এই মিলান মিডফিল্ডার জাতীয় দলের হয়ে ৫৮টি ম্যাচ খেলেছেন।ইন্টারনেট

অনলাইন আপডেট

আর্কাইভ