বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
Online Edition

প্রথম বিদেশ সফরে উ.সাইপ্রাস ও আজারবাইজান যাচ্ছেন এরদোগান

৪ জুলাই, ডেইলি সাবাহ : তুর্কি প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোগান ২৪ জুনের নির্বাচনে বিজয়ী হওয়ার পর তার প্রথম বিদেশ সফরে উত্তর সাইপ্রাস এবং আজারবাইজান সফর করবেন। আগামী ১০ জুলাই এই দুই দেশ সফর করবেন এরদোগোন। সফরে তিনি উত্তর সাইপ্রাসের প্রেসিডেন্ট মোস্তফা আকিনি এবং আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে আশা করা হচ্ছে। আসছে ৮ জুলাই নতুন নির্বাহী প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন এরদোগান। শপথ গ্রহণের দুই দিন পরেই দেশ দুটি সফরে যাচ্ছেন তিনি। প্রতিটি নির্বাচনের পর দেশটিতে সফরে যাওয়া তুর্কি প্রেসিডেন্টদের একটি ঐতিহ্য।

নির্বাচনে জয় লাভের পর এরদোগান এক বিবৃতিতে বলেছিলেন, ‘আমি প্রথমবারের মত যখন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলাম, তখনো আমি প্রথম বিদেশ সফরে আজারবাইজানে গিয়েছিলাম। আমি আশা করি ২৪ জুনের নির্বাচনের পর প্রথম বিদেশ সফরটি আজারবাইজনকে দিয়েই শুরু হবে।’ এছাড়াও, ১১-১২ জুলাই এরদোগান বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ন্যাটোর শীর্ষ সম্মেলনে অংশ নেবেন। বেলজিয়াম সফরে প্রেসিডেন্ট এরদোগান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোঁ, ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে এবং জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেলসহ কয়েকটি দেশের শীর্ষ নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে। 

অনলাইন আপডেট

আর্কাইভ