শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার সংশোধিত মানবণ্টন: ইংরেজি ও বাংলা

ইংরেজি
Total marks 100
Part A: Seen part (20)
Test item  Item-wise marks
Reading(MCQ)           7 (1 x 7)
Gap filling (without clues)          5
Short answer questions               8 (2 x 4)
Part B: Unseen part (25)
Test item    Item-wise marks
Information transfer (1 text)        5
True/False                   5
Cloze test with clues                    5 (.5 x 10)
Cloze test without clues               5 (01 x 5)
Matching                     5
Part C: Grammar (25)
Test item  Item-wise marks
Speech         5
Punctuation                 5
Use of Articles            5
Changing sentences5(Voice,Sentences, Interrogative, Affirmative, Negative, Exclamatory)Suffixes and
Prefixes    5
Part D: Writing (30)
Test item  Item-wise marks
Dialogue      10
Paragraph    10
Formal/Informal e-mail    10
For load minimising the following chapters will be 
excluded from the syllabus:
English for Today based paper     1
Unit 3, Unit 4, and Unit     8
Grammar and composition based paper 2 Grammar items: Degree of comparison, gerund and participle, modals, linking words
Summary writing, completing story

বাংলা : সৃজনশীল ও রচনামূলক অংশে ৭০ নম্বর এবং বহুনির্বাচনী অংশে ৩০ নম্বর বরাদ্দ থাকবে।
প্রতিটি সৃজনশীল প্রশ্নের নম্বর ১০ এবং প্রতিটি  বহুনির্বাচনী প্রশ্নের নম্বর ১।
সৃজনশীল ও রচনামূলক অংশ
গদ্য অংশ থেকে ৩টি এবং কবিতা অংশ থেকে ৩টি করে  মোট ৬টি
সৃজনশীল প্রশ্ন থাকবে।
গদ্য অংশ ও কবিতা অংশ থেকে ২টি করে মোট ৪টি  সৃজনশীল প্রশ্নের উত্তর করতে হবে। নম্বর ১০x৪= ৪০
সারাংশ ও সারমর্ম থেকে ২টি প্রশ্ন থাকবে। যে কোনো ১টি প্রশ্নের উত্তর দিতে হবে। নম্বর ০৫
ভাব সম্প্রসারণ থেকে ২টি প্রশ্ন থাকবে। যে কোনো একটি প্রশ্নের উত্তর করতে হবে।  নম্বর ০৫
পত্র / দরখাস্ত থেকে ২টি প্রশ্ন থাকবে। যে কোনো একটি  প্রশ্নের উত্তর করতে হবে।    নম্বর ০৫
৪৩টি বিষয়ের মধ্যে যে কোনো ১টি বিষয়ে প্রবন্ধ রচনা করতে হবে।     নম্বর ১৫।
বহুনির্বাচনী অংশ
গদ্য  অংশ থেকে ৮টি, কবিতা অংশ থেকে ৮টি এবং ব্যাকরণ অংশ থেকে ১৪ টি করে মোট ৩০টি বহুনির্বাচনি
প্রশ্ন থাকবে। সব কয়টি প্রশ্নের উত্তর করতে হবে। মোট নম্বর ৩০
২০১৮, ২০১৯ সালের জেএসসি পরীক্ষার সিলেবাস বা পাঠ্যক্রম হিসেবে সাহিত্য কণিকা পাঠ্যপুস্তকটি থেকে গদ্য অংশে ১০টি, কবিতা অংশে ১০টিসহ মোট ২০টি অধ্যায়কে নির্বাচিত করা হলো।

অনলাইন আপডেট

আর্কাইভ