শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

পাকিস্তানে নওয়াজ শরিফের জামাতা গ্রেফতার

৮ জুলাই, ইয়ন নিউজ : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের জামাতা ক্যাপ্টেন (অব) সাফদারকে পাকিস্তান পুলিশ গতকাল রোববার গ্রেফতার করে। লন্ডনের এভেনফিল্ড ভবণের দুর্নীতি মামলায় জড়িত থাকার দায় তাকে গ্রেফতার করা হয়েছে।

নওয়াজ শরিফের জামাতা সাফদারকে লন্ডনের এভেনফিল্ড ভবনের দুর্নীতির মামলায় সম্পৃক্ততা পেয়ে আদালত তাকে এক বছরের কারাদণ্ড দিয়েছে। এদিকে লন্ডন থেকে নওয়াজ শরিফ ও তার কন্যা মরিয়ম নওয়াজ পাকিস্তানে ফেরার পরপরই তাদের গ্রেফতার করা হবে বলে ন্যাশনাল একাউন্টেবিলিটি ব্যুরো (এনএবি) জানায়।

প্রসঙ্গত, শুক্রবার এবেনফিল্ড মামলায় নওয়াজকে ১০ বছরের জেল ও আট মিলিয়ন পাউন্ড জরিমানা করা হয়েছে এবং তার কন্যা মারিয়মকে ৭ বছরের জেল ও দুই মিলিয়ন পাউন্ড জরিমানা করা হয়েছে।

উল্লেখ্য, নওয়াজ শরিফ ও মারিয়ম নওয়াজকে জুলাই এর ১৩ তারিখে পাকিস্তানে ফিরবেন। 

অনলাইন আপডেট

আর্কাইভ