শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪
Online Edition

পদ্মায় সি- বোট দুর্ঘটনায় অল্পের জন্য রক্ষাপেল ১৮ যাত্রী

লৌহজ্বং (মুন্সীগঞ্জ) সংবাদদাতা : দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম প্রবেশপথ বলে খ্যাত শিমুলিয়া কাঠালবাড়ী নৌ-রুটের পদ্মা নদীটি  রোববার সকাল থেকেই উত্তাল রয়েছে এবং নদীতে রয়েছে প্রচন্ড ঢেউ। আর এতে করে এ নৌ-রুটটি অত্যান্ত ঝুঁকিপূর্ণ হয়ে পরে ।
 এদিকে ৮ জুলাই  রোববার বিকাল ৩ টায় সময়ে ৩ নং রোরো ফরীঘাটের কাছে ঘাট থেকে ১৮জন যাত্রী নিয়ে নিয়ে ছেড়ে যাওয়া একটি সি- বোটের তলা ফেটে যায়, এসময়ে তাতক্ষণিক ভাবে শিমুলিয়া ঘাট থেকে অন্য সি-বোট গিয়ে বোটে থাকা সবযাত্রীদের উদ্বার করে নিয়ে আসার পরে তারা যে যার মতোকরে তাদের গন্তব্যে চলে যায় বলে দাবি করেন সিবোট ঘাটের সংশ্লিষ্টরা। মাওয়া নৌ-পুলিশ ফাড়ির এসআই শরজিৎ কুমার ঘোষ বলেন বোটে থাকা ১৮ যাত্রীই উদ্বার হয়েছে। তাদের কোন ক্ষয়-ক্ষতি হয়নি সি-বোটটির তলা ফেটে এ দুর্ঘটনা।

অনলাইন আপডেট

আর্কাইভ