শনিবার ২০ এপ্রিল ২০২৪
Online Edition

ভোটার তালিকা থেকে ভারতের ২ কোটি মুসলিমের নাম উধাও

১০ জুলাই, ফাতেহ, উর্দু টাইমস : ভোটার তালিকা থেকে ভারতের বিশ মিলিয়ন মুসলিমের নাম উধাও হয়ে গেছে। যার পরিমাণ প্রায় ২ কোটির কাছাকাছি। আইওএস এর ভিশন ২০২৫ তদন্ত প্রতিবেদনের বরাত দিয়ে এ তথ্য তুলে ধরা হয়। ভারতীয় সংবাদ মাধ্যম উর্দু টাইমস সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

আইওএস এর কর্মকর্তা প্রফেসর আমিরুল্লাহ এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় বলেন, ভারতের নাগরিকদের মাঝে শুধুমাত্র ১০ শতাংশ অমুসলিমের নাম ভোটার তালিকার অন্তর্ভুক্ত নেই। অথচ ২০ শতাংশ মুসলিমের নাম ভোটার তালিকা থেকে উধাও হয়ে গেছে। ২০১৯ সালে এ পরিমাণ দুই কোটিতে যেয়ে দাঁড়াবে।

তিনি আরও বলেন, ভোটার তালিকায় ২০ শতাংশ মুসলিমের নাম না থাকার কারণে এর প্রভাব এসেম্বলি ও লোক সভার নির্বাচনেও পড়ে। যার কারণে মুসিলমরা তাদের অধিকারের কথা বলতে পারে না। যথেষ্ট পরিমাণ মুসলিম নাগরিক থাকা সত্ত্বেও তারা তাদের সঠিক রায় দিতে না পারার কারণে নির্বাচনেও কোনো ভূমিরা পালন করতে পারে না। তদন্তের কাজ পুরোপুরি এগিয়ে যাচ্ছে। আশা করি ভিশন ২০২৫ এর মতো এ তদন্তও অতি দ্রুত সমাপ্ত করা হবে। 

অনলাইন আপডেট

আর্কাইভ