শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

বিএনপি কর্মীদের আটকের প্রতিকার ও দুই পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার দাবি

রাজশাহী অফিস : রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনের প্রাক্কালে বিএনপি নেতা-কর্মীদের আটকের প্রতিকার এবং অতিউৎসাহী পুলিশ কর্মকর্তাদের প্রত্যাহার দাবি করে রাসিক নির্বাচনে নিয়োজিত রিটার্নিং অফিসারকে চিঠি দিয়েছে বিএনপি। বিএনপি’র মেয়র পদপ্রার্থীর পক্ষে প্রধান নির্বাচনী এজেন্ট এ্যাড তোফাজ্জল হোসেন তপু গতকাল বৃহস্পতিবার এই চিঠি দেন।

এতে উল্লেখ করা হয়, রাজশাহী সিটি নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুলের পক্ষে সুষ্ঠু নির্বাচনী প্রচারণায় যখন এলাকায় শুভেচ্ছা বিনিময় করছেন ঠিক সেই সময় নির্বাচন কমিশনের দেয়া প্রতিশ্রুতি ভঙ্গ করে কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও তার সহযোগী পুলিশ অফিসার বিএনপি নেতা নুরুল ইসলাম নুরু ও আমিনুল ইসলামকে গ্রেফতার করে মিথ্যা মামলায় আদালতে প্রেরণ করে। একইভাবে বোয়ালিয়া থানা পুলিশ শফিকুল ইসলামকে মিথ্যা মামলায় গ্রেফতার করে আদালতে চালান করেন। বিএনপির আরো নেতা কর্মীদের বাড়ি বাড়ি পুলিশ ও আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা ও সন্ত্রাসীরা বিএনপির পক্ষে ভোট না করার জন্য হুমকি দিচ্ছে। চিঠিতে দাবি করা হয়, বিএনপি নেতাকর্মীদের আটক করে সন্ত্রাসী কায়দায় ৩০ জুলাই সিটি কর্পোরেশন নির্বাচনে জোরপূর্বক আ’লীগ প্রার্থীকে বিজয়ী করার জন্য মিথ্যাভাবে মামলা সৃষ্টি করে বিএনপি’র নেতাকর্মী সমর্থকদের খুঁজে বেড়াচ্ছে ও অন্যায়ভাবে গ্রেফতার করছে। গত ১০ জুলাই সমগ্র রাজশাহী মহানগরী লক্ষ লক্ষ পোস্টার, ব্যানার ও ফেস্টুন আওয়ামী লীগের প্রার্থীদের পক্ষে টানানো হয়েছে। অথচ বিএনপি’র প্রাথীর পোস্টার টানাতে বাধা প্রদান করছে। চিঠিতে অতি উৎসাহী পুলিশ কর্মকর্তাদের প্রত্যাহার করার দাবি করা হয় এবং এর দ্রুত সমাধান করে নির্বাচনী পরিবেশ সৃষ্টি করতে অনুরোধ জানানো হয়।

অনলাইন আপডেট

আর্কাইভ