শনিবার ২০ এপ্রিল ২০২৪
Online Edition

বড় জয়ে সিরিজ শুরু পাকিস্তানের

স্পোর্টস ডেস্ক : বড় জয়ে  জিম্বাবুয়ের বিপক্ষে  ওয়ানডে সিরিজ শুরু করেছে পাকিস্তান। বুলাওয়েতে শুক্রবার রাতে ওপেনিং ব্যাটসম্যান ইমাম-উল-হকের অনবদ্য ১২৪ রানের ইনিংসে ভর করে ৩০৮ রান সংগ্রহ করে পাকিস্তান। এরপর শাদাব খান, ফাহিম আশরাফ ও উসমান খানদের বোলিং তোপে ১০৭ রানে অলআউট হয়ে যায় জিম্বাবুয়ে। ২০১ রানে জিতে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে এগিয়ে যায় পাকিস্তান। ৭ উইকেট হারিয়ে পাকিস্তানের করা ৩০৮ রানের ইনিংসে ইমাম-উল-হক ১৩৪ বল খেলে ১১টি চারে ১২৮ রান করেন। ৫ ম্যাচ ওয়ানডে ক্যারিয়ারে এটা তার দ্বিতীয় সেঞ্চুরি। এর আগে ২০১৭ সালের অক্টোবরে শ্রীলঙ্কার বিপক্ষে করেন ১০০ রান। ফখর জামান করেন ৭ চারে ৬০ রান। ইমাম-উল ও ফখর উদ্বোধনী জুটিতে ১১৩ রান সংগ্রহ করেন। এরপর আসিফ আলী ৪৬, বাবর আজম ৩০ রান করেন। বল হাতে জিম্বাবুয়ের চাতারা ও তিরিপানো ২টি করে উইকেট নেন। ৩০৫ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে জিম্বাবুয়ে। ৫৫ রানেই হারিয়ে বসে ৫ উইকেট। শেষ পর্যন্ত ১০৭ রান তুলতেই অলআউট হয়ে যায় তারা। বল হাতে পাকিস্তানের শাদাব খান ৯ ওভারে ৩২ রান দিয়ে ৪ উইকেট নেন। উসমান খান ও ফাহিম আশরাফ ২টি করে উইকেট নেন। ১টি করে উইকেট শিকার করেন মোহাম্মদ আমির ও হাসান আলী। ম্যাচসেরা হন সেঞ্চুরিয়ান ইমাম-উল-হক।

অনলাইন আপডেট

আর্কাইভ