বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
Online Edition

গাজায় ইসরাইলী বিমান হামলায় ফিলিস্তিনী নিহত

২০ জুলাই, আলজাজিরা : গাজা উপত্যকায় ইসরাইলী বিমান হামলায় এক ফিলিস্তিনী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। ইসরাইলের দাবি, বেলুনের করে বোমা হামলার পরিকল্পনা করছিলেন ওই ফিলিস্তিনীরা।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় হতহাতের তথ্য নিশ্চিত করেছেন। হতাহতদের পরিবারের সদস্যরা জানান, সীমান্ত পুলিশ হিসেবে হামাস নিয়ন্ত্রিত অঞ্চলে দায়িত্বপালন করছিলেন ওই ব্যক্তি।  গত ৩০ মার্চ শুরু হওয়া গ্রেট রিটার্ন মার্চ কর্মসূচির পর থেকে ধারাবাহিক বিক্ষোভ অব্যাহত রেখেছে ফিলিস্তিনীরা। ফিলিস্তিনের ভূমি দখল করে ১৯৪৮ সালের ১৫ মে প্রতিষ্ঠিত হয় ইসরাইল নামের রাষ্ট্র। ১৯৭৬ সালের ৩০ মার্চ ইসরাইলের দক্ষিণাঞ্চলে ইহুদী বসতি নির্মাণের প্রতিবাদ করায় ছয় ফিলিস্তিনীকে হত্যা করা হয়। পরের বছর থেকেই ৩০ মার্চ থেকে ১৫ মে পর্যন্ত পরবর্তী ছয় সপ্তাহকে ভূমি দিবস হিসেবে পালন করে আসছে ফিলিস্তিনীরা।

অনলাইন আপডেট

আর্কাইভ