বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪
Online Edition

চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ে ত্রিশ লক্ষ শহীদকে স্মরণ করে বৃক্ষরোপণ কর্মসূচি

চকরিয়া সংবাদদাতা: মহান মুক্তিযুদ্ধে নিহত ত্রিশ লক্ষ শহীদকে স্মরণ করে চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ে বৃক্ষ রোপন কর্মসূচি পালিত হয়েছে। দশম শ্রেণির শিক্ষার্থীদের সহযোগিতায় বেশ’কটি বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপন করে বৃক্ষ রোপন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদুল হক। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এ.বি.এম দিদারুল ইসলাম, সিনিয়র শিক্ষক মোহাম্মদ সেলিম উল্লাহ, সিনিয়র শিক্ষক খুরশেদ আলম, মোহাম্মদ শাহজাহান, মো. ওসমান গণি, আতিকুর রহমান, তাজুল ইসলাম, আবদুল মালেক, নরেশ রুদ্র টিটু, মাওলানা এহসানুল হক নঈমী, আইটি শিক্ষক হোসাইন মুহাম্মদ কাউসার, আরিফুল ইসলাম, শিক্ষিকা মোছাম্মৎ নারগিছ আক্তার, রোমেনা বেগম, শিক্ষক জসিম উদ্দিন কুতুবীসহ মাধ্যমিক ও প্রাথমিক শাখার শিক্ষক-শিক্ষিকাগণ। বিদ্যালয়ের আঙ্গিনায় শিক্ষক-শিক্ষার্থী মিলে অন্তত কয়েক’শত চারাগাছ রোপন ও শিক্ষার্থীদের মাঝে বিতরণ করেন।

অনলাইন আপডেট

আর্কাইভ