মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪
Online Edition

পার্টির প্রেসিডেন্ট পদে আনোয়ারের প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্ত সময়োপযোগী -দলের ভাইস প্রেসিডেন্ট

২৪ জুলাই, দ্য স্ট্রেইট টাইমস : মালয়েশিয়ার ক্ষমতাসীন জোটের অংশীদ্বার পারতি কাদিলান রাকিয়াত (পিকেআর) পার্টির প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য দাতুক সেরি আনোয়ার ইব্রাহিমের সিদ্ধান্তকে পার্টির অধিকাংশ সদস্যই স্বাগত জানিয়েছে বলে জানান দলের ভাইস প্রেসিডেন্ট তিয়ান চুয়া। তিয়ান চুয়া বলেন, এটা পার্টির ডি-ফ্যাক্টো নেতার জন্য সময়োপযোগী সিদ্ধান্ত।

তিনি বলেন, ‘যদিও আনোয়ার ইব্রাহিম দলকে লালন পালন করেছেন এবং দলীয় নেতৃত্বকে নির্দেশনা দিয়েছেন, তবে তার প্রতিষ্ঠিত দলের নেতৃত্ব থেকে তাকে অন্যায়ভাবে অস্বীকার করা হয়েছে।’ তিনি আরো বলেন, ‘সকলের অন্তর্নিহিত মনোভাব এবং সামাজিক ন্যায় বিচারের মূলনীতির ভিত্তিতে পিকেআর পার্টি প্রতিষ্ঠিত হয়েছিল। পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে পিকেআর- এর প্রেসিডেন্সির পদ গ্রহণ করা আনোয়ারের জন্য সময়োপযোগী।’ তিয়ান চুয়া বলেন, ‘পার্টিরনেতৃত্ব পুনরায় গ্রহণ করা আনোয়ারের অধিকার; যেটি তার কাছ থেকে ছিনিয়ে নেয়া হয়েছিল।’ তিনি বলেন, ‘আমার মতো অধিকাংশ পিকেআর সদস্য ও সমর্থক আনোয়ারের প্রেসিডেন্সি পদে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণাকে স্বাগত জানিয়েছে।’ তিয়ান চুয়া বলেন, ‘আমি বিশ্বাস করি যে আনোয়ার একবার পার্টির প্রেসিডেন্ট নির্বাচিত হলে সকল অনিশ্চয়তা স্বয়ংক্রিয়ভাবে অদৃশ্য হয়ে যাবে এবং পার্টির সদস্য এবং জনসাধারণের মধ্যে বড় ধরনের আস্থার জায়গা তৈরি হবে।’ তিনি বলেন, একটি একীভূত পিকেআর নেতৃত্ব দেশের একটি মসৃণ ও স্থিতিশীল গণতন্ত্রের চাবিকাঠি।

অনলাইন আপডেট

আর্কাইভ