শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

নেত্রকোনায় চয়ন হত্যা মামলায় ৩ জনের ফাঁসি ॥ ১৯ জনের যাবজ্জীবন

নেত্রকোণা সংবাদদাতা : নেত্রকোনার খালিয়াজুরীতে ডাকাত দলের গুলীতে চয়ন সরকার হত্যা মামলার রায়ে ৩ জনকে ফাঁসি ও ১৯ জনকে যাবজ্জীবন এবং প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছে  নেত্রকোনা আদালত। গতকাল মঙ্গলবার  দুপুরে  নেত্রকোনা জেলা দায়রা জজ কে এম রাশেদুজ্জামান রাজা এই রায় প্রদান করেন। ফাসিঁর সাজাপ্রাপ্ত আসামীরা হচ্ছে সুনামগঞ্জ জেলার তাহের মিয়া, কাউসার আহমেদ ও খালিয়াজুরীর উসমান গণি। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীরা সুনামগঞ্জের শাল্লা, দিরাইসহ বিভিন্ন এলাকার বাসিন্দা।
মামলার বিবরণে জানা যায়, ২০১১ সালের ৪ সেপ্টেম্বর রাত অনুমান ২টার দিকে নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার আদমপুর গোয়ালবাড়ী গ্রামের মনোরঞ্জন সরকারের বাড়িতে ডাকাতি করে আসামীরা। এসময় গ্রামের লোকজন টের পেয়ে ডাকাতদের ঘেরাও করে। এতে ডাকাতরা গ্রামবাসীর উদ্দেশ্যে এলোপাথারি গুলী ছুরলে চয়ন সরকার নামে একজন নিহত হয়। এ ঘটনায় ঔইদিন মনোরঞ্জন সরকার বাদী হয়ে খালিয়াজুরী থানায় একটি হত্যা মামলা দায়ের করলে পুলিশ সাক্ষী প্রমাণের ভিত্তিতে চার্জশিট প্রদান করলে আদালত আজ এই রায় দেন।

অনলাইন আপডেট

আর্কাইভ