বুধবার ১৭ এপ্রিল ২০২৪
Online Edition

ডোপ টেস্টেও বৈষম্যের শিকার সেরেনা

টেনিস কোর্টে কিংবা কোর্টের বাইরে অনেকবার বর্ণবাদী বৈষ্যমের শিকার হয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক নাম্বার ওয়ান টেনিস তারকা সেরেনা উইলিয়ামস। এবার নতুন করে ডোপ টেস্ট করতে গিয়েও তাকে মুখোমুখি হতে হয়েছে বৈষ্যমের। আমেরিকার টেনিস খেলোয়াড়দের মধ্যে তার চেয়ে বেশিবার ডোপ টেস্টের মুখোমুখি হতে হয়নি কাউকে। সম্প্রতি এক প্রতিবেদনে জানা গিয়েছে শুধু ২০১৮ সালেই পাঁচবার সেরেনাকে দিতে হয়েছে নিজের ডোপ পরীক্ষা। নিষিদ্ধ কোন মাদক বা ওষুধ তিনি গ্রহণ করেন না, এ তথ্য প্রমাণ করতে হয়েছে বারবার। এতোবার ডোপ টেস্টের সামনে পড়ে সেরেনার মনে হচ্ছে তাকে ঘিরে বৈষম্যপূর্ণ আচরণ করছে টেনিস ফেডারেশন। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে সেরেনা লিখেন, ‘সময় এখন এমন হয়েছে যে যখন ইচ্ছা ড্রাগ টেস্টে ডাকা হবে এবং শুধু সেরেনাকেই ডাকা হবে। এটা ইতোমধ্যেই প্রমাণিত যে সব খেলোয়াড়দের মধ্যে আমাকেই সবচেয়ে বেশি ডোপ টেস্ট দিতে হয়েছে। ইন্টারনেট

অনলাইন আপডেট

আর্কাইভ