শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪
Online Edition

ফেনীতে এইচএসসির ফল বিপর্যয়

ফেনী সংবাদদাতা : এবছর সারাদেশে এইচএসসি পরীক্ষায় ফলাফলে পাসের হার ৬৬.৬৪ শতাংশ হলেও ফেনীতে পাশের হার ও জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা কমেছে। জেলার ৪০টি কলেজ থেকে এ বছর ১০ হাজার ৬শ ২৭ জন পরীক্ষা দিয়ে পাশ করেছে ৫ হাজার ৪০২জন। জিপিএ-৫ পেয়েছে ৭৯ জন। পাসের হার শতকরা ৫০.৮২ শতাংশ। ২০১৭ সালে জেলায় পাসের হার শতকরা ৪৪.৫০শতাংশ। জিপিএ-৫ পেয়েছিল ৮৬ জন। এর আগে ২০১৬ সালে পাসের হার ছিল ৬২.৫২শতাংশ ও জিপিএ-৫ পেয়েছিল ১৪০ জন। ২০১৭ সালের তুলনায় পাসের হার কিছুটা বাড়লেও এবছর জিপিএ-৫ কমেছে।
ফেনী গালর্স ক্যাডেট কলেজ বরাবরের মত এবারও ভাল ফলাফল করেছে। এ কলেজ থেকে ৫১ জন পরীক্ষায় অংশ নিয়ে সবাই জিপিএ-৫ পেয়ে পাস করেছে। এছাড়া জেলার অপরাপর কলেজ সমূহের মধ্যে এবারও শীর্ষস্থান ধরে রেখেছে জয়নাল হাজারী কলেজ। এখানে ৩শ ৮৩ জনের মধ্যে পাস করেছে ৩শ ৩৭ জন। পাসের হার ৮৮.৪৫শতাংশ।
ফেনী সরকারী কলেজ থেকে ১হাজার ৬শ ৪৯ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ১ হাজার ১শ ৩৭ জন। জিপিএ-৫ পেয়েছে ২৪ জন এবং পাশের হার ৬৮.৫৪ শতাংশ। সরকারী জিয়া মহিলা কলেজে ১ হাজার ১৮৪ জনের মধ্যে পাস করেছে ৭৫১ জন। পাসের হার ৬৩.৪৩ শতাংশ।

অনলাইন আপডেট

আর্কাইভ