শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

ইবিতে ‘মানব সম্পদ উন্নয়ন ইসলামের নীতি ও পদ্ধতি’ শীর্ষক সেমিনার

ইবি সংবাদদাতা : ইসলামী বিশ^বিদ্যালয়ে ‘মানব সম্পদ উন্নয়নে ইসলামের নীতি ও পদ্ধতি’ শীর্ষক পিএইচডি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের সভাকক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের আয়োজনে বিভাগের প্রফেসর ড. আকতার হোসেনের তত্বাবধায়নে সেমিনারে মূল গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন বিভাগের শিক্ষার্থী এ বি এম আব্দুল্লাহ। এ বি এম আব্দুল্লাহ ‘মানব সম্পদ উন্নয়নে ইসলামী ব্যাংক : পরিপ্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক বিষয়ে পিএইচডি গবেষণা করেন।

বিভাগের প্রফেসর ড. মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় সেমিনারে সভাপতিত্ব করেন বিভাগীয় সভাপতি প্রফেসর ড. আশরাফুল আলম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. আ. ফ. ম. আকবর হোসাইন। এসময় আরো উপস্থিত ছিলেন ড. আ. খ. ম. ওয়ালী উল্লাহ, ড. মো: জাকির  হুসাইন, ড. মো: ময়নুল হক, ড. সৈয়দ মাকসুদুর রহমান, ড. মো: মুজাহিদুর রহমান। দাওয়াহ এন্ড ইসলামিক  স্টাডিজ বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ আহসান উল্লাহ, ড. শহীদ  মুহাম্মদ রেজওয়ান, ড. আ. ছ. ম. তরীকুল ইসলাম প্রমুখ।

 

অনলাইন আপডেট

আর্কাইভ