শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের উপর হামলার প্রতিবাদে বিভিন্ন স্থানে মানববন্ধন

দৈনিক আমার দেশ-এর সম্পাদক নির্ভীক সাংবাদিক মাহমুদুর রহমানের উপর ছাত্রলীগ ও যুবলীগের হামলার প্রতিবাদে সাংবাদিক ইউনিয়ন বগুড়ার উদ্যোগে বুধবার বগুড়া প্রেসক্লাব চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মীর্জা সেলিম রেজার সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী কমিটির সদস্য সৈয়দ ফজলে রাব্বি ডলার। বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক গণেশ দাস, সাবেক সাধারণ সম্পাদক মমিনুর রশিদ সাইন, কোষাধ্যক্ষ আব্দুল ওয়াদুদ, নির্বাহী সদস্য এস এম আবু সাঈদ, আবুল কালাম আজাদ, রাহাত রিটু, মহাস্থান প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান সাজু। মানববন্ধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা, বগুড়া জেলা কমিটির সভাপতি আবু মুসা, জাফর আহম্মেদ মিলন, সুমন সরদার, ইউনুস আলী, ফেরদৌস রহমান, মাহফুজ মন্ডল, আব্দুর রহিম, মোস্তফা মোঘল, এস আই সুমন, এস আই শফিক প্রমুখ। বক্তারা বলেন, কুষ্টিয়ায় আদালত চত্বরে দেশবরেণ্য সাংবাদিক ও বুদ্ধিজীবী মাহমুদুর রহমান বিচারক ও পুলিশ প্রশাসনের নিকট তার জীবনের নিরাপত্তা চেয়েছিলেন। তারা আশ্বস্ত করলেও আদালত চত্বরে তাকে হত্যার উদ্দেশ্যে হামলা করা হয়েছে যার নিন্দা জানানোর ভাষা আমাদের নেই। বক্তারা ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। অন্যথায় সাংবাদিকরা রাজপথে নামতে বাধ্য হবেন। খবর বিজ্ঞপ্তির।
যশোর
দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের ওপর হামলাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে যশোরে সমাবেশ হয়েছে।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সাংবাদিক ইউনিয়ন যশোর (জেইউজে) আজ দুপুরে স্থানীয় প্রেসক্লাবে এই বিক্ষোভ সমাবেশ আয়োজন করে।
সমাবেশে বক্তারা বলেন, মানুষের শেষ আশ্রয়স্থল হলো আদালত। সেই আদালতেও এখন মানুষ নিরাপদ নয়। আদালত প্রাঙ্গণে মাহমুদুর রহমানের ওপর হামলার ঘটনায় এই কথা আবার প্রমাণিত হয়েছে। বক্তারা মাহমুদুর রহমানের ওপর হামলায় যুক্ত দুর্বৃত্তদের গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানান।
সমাবেশে সভাপতিত্ব করেন জেইউজে সভাপতি নূর ইসলাম। অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক আহসান কবীর, সাবেক সহ-সভাপতি মোস্তফা রুহুল কুদ্দুস, সাধারণ সম্পাদক এম আইউব, সহ-সভাপতি শহিদ জয়, যুগ্ম-সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মুন্না, দপ্তর সম্পাদক তরিকুল ইসলাম তারেক প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

অনলাইন আপডেট

আর্কাইভ