বুধবার ১৭ এপ্রিল ২০২৪
Online Edition

খুলনায় পাগলা কুকুরের কামড়ে ২০ জন জখম

খুলনা অফিস : খুলনায় পাগলা কুকুরের কামড়ে ২০ জন জখম হয়েছেন। তাদের খুলনা সদর হাসপাতালে, ইসলামী ব্যাংক হাসপাতাল খুলনায় প্রাথমিক চিকিৎসা ও ভ্যাকসিন দেয়া হয়।  নগরবাসীর অভিযোগ, বেওয়ারিশ পাগলা কুকুরের উৎপাতে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। কুকুরের ভয়ে নির্জন সড়কে একা পথ চলতে অনেকে ভয় পাচ্ছে। বেওয়ারিশ পাগলা কুকুর দীর্ঘদিন নিধন না করায় উৎপাত বেড়ে চলছে।
জানা যায়, সোমবার বিকেল ৫টা থেকে রাত ৯টার মধ্যে নগরীর রূপসা, নতুন বাজার, কাস্টমঘাট, বড়মির্জাপুর ও সাহেবের কবরখানা এলাকায় এ ঘটনা ঘটে। হাসপাতালের সিনিয়র স্টাফ ব্রাদার (নার্স) পঙ্কজ কুমার রায় জানান, আহতরা হলেন- নূর আলম (১৮), আরিফুল (২২), মাহফুজ (২৫), শাওন (২৬), মো. সাহাবুদ্দিন (৩০), মো. খোকন (৪৫), মাহফুজুর রহমান (৩২), সাকিব (২৮), আব্দুল বারিক (৬০), মো. ইসমাইল (৬০), আলম হোসেন (৫৫), ইউনুস সরদার (৪৫), অলোক কুমার মন্ডল (৪৫), মাহবুবুর রহমান (৪০), খোকন (৫৬), সৌরভ (১৯), আশিষ সরকার (৫২), মিজান (২৬), জয়ন্ত মল্লিক (২৯) ও এডভোকেট দীপক হুই (৪৮)। এর মধ্যে এডভোকেট দীপক হুইকে ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এরা পথচারী ও স্থানীয় লোকজন। আহতরা জানান, একটি ‘পাগলা’ কুকুর বিভিন্নস্থানে তাদেরকে কামড়ে আহত করেছে। অধিকাংশই পায়ে ও হাতের আঙ্গুলে জখম হয়েছেন। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. বেনজির আহমেদ আহতদের চিকিৎসা দিয়েছেন। মঙ্গলবার সকালে পরবর্তী ডোজের ভ্যাকসিন দেয়া হয় তাদের।

অনলাইন আপডেট

আর্কাইভ