শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

মুরাদনগরে অপপ্রচারের প্রতিবাদে বিশাল মানববন্ধন ও সমাবেশ

মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতা: কুমিল্লার মুরাদনগর উপজেলার যাত্রাপুর গ্রামের মামুন মিয়াদের পরিবারের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে রোববার দুপুরে নবীপুর-শ্রীকাইল সড়কে এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে ওই এলাকার শত শত নারী-পুরুষসহ সর্বস্তরের লোকজন অংশ নেয়। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল সালাম সেলিম ভূইয়া, মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, সুনিল কুমার ভট্টাচার্য, মির্জা আওলাদ হোসেন মাস্টার, ইউপি সদস্য ননী গোপাল শীব, আক্তার হোসেন ভূইয়া, জহিরুল ইসলাম খোকন, সাবেক ইউপি সদস্য ফুল মিয়া, নজরুল ইসলাম, আব্দুল্লাহ আল স্বপন, হুমায়ন কবির সওদাগর, মির্জা মনিরুল হক, আব্দুল জলিল, মির্জা বাসেদুল ইসলাম, জোহরা বেগম, মায়ন বিবি, জামাল উদ্দিন সর্দ্দার, আনোয়ারা বেগম, খোরশেদা বেগম ও ডলি আক্তার প্রমুখ। বক্তারা অভিযোগ করে বলেন, যাত্রাপুর গ্রামের লিল মিয়ার মেয়ে রিনা বেগম একটি কুচক্রী মহলের ইন্ধনে একই গ্রামের শহিদ মিয়া ওরফে হোরনের ছেলে মামুন মিয়াদের পরিবারের বিরুদ্ধে পরিকল্পিত ভাবে একের পর এক অপপ্রচার চালিয়ে যাচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, উদ্দেশ্য প্রনোদীত ও ষড়যন্ত্রমুলক। ওই পরিবারটিকে সামাজিক ও প্রশাসনিক ভাবে বেকায়দায় ফেলালোর জন্য এ ধরণের গায়েবী অপপ্রচার রটানো হচ্ছে। বক্তারা উক্ত মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। অহেতুক ওই পরিবারটিকে অপপ্রচার কারীদের হাত থেকে রক্ষার জন্য বক্তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে।

অনলাইন আপডেট

আর্কাইভ