শনিবার ২০ এপ্রিল ২০২৪
Online Edition

রাজশাহীতে জমি নিয়ে প্রতারণার অভিযোগে মা ও ছেলে আটক

রাজশাহী অফিস : রাজশাহীতে জমি নিয়ে প্রতারণার অভিযোগে মা এবং ছেলেকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে রাজশাহী সদর সাবরেজিস্ট্রি কার্যালয়ে এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন, নগরীর মতিহার থানার খোজাপুর এলাকার শহর বানু (৬৫) এবং তার ছেলে এমদাদুল হক (৪২)।
রাজশাহী সদর দলিল লেখক সমিতি সূত্রে জানা যায়, খোজাপুর এলাকার আবদুস সামাদ নামে এক ব্যক্তি গত এপ্রিল মাসে শহর বানুর কাছ থেকে দেড় কাঠা জমি বায়না রেজিস্ট্রি করেন। সেসময় জমির মোট দাম নির্ধারণ করা হয় সাড়ে তিন লাখ টাকা। আর বায়না রেজিস্ট্রি বাবদ ওই সময়ে আব্দুস সামাদ দেড় লাখ টাকা শহর বানুকে প্রদান করেন। এরপর বৃহস্পতিবার জমিটি রেজিস্ট্রি করতে রাজশাহী সদর সাবরেজিস্ট্রার কার্যালয়ে আসেন উভয়পক্ষ। এসময় সাবরেজিস্ট্রার শফিক বিন আব্দুল্লাহর সন্দেহ হয়। সাবরেজিস্ট্রার জানান, নথিপত্র খোঁজ করে দেখা গেছে গত বছরের ৪ ডিসেম্বর শহর বানু তার ছেলে এমদাদের তিন মেয়ে এবং এক ছেলেকে ওই দেড় কাঠা জমি দান করেছেন। যার দলিল নম্বর- ৭২১৩। বিষয়টির প্রমাণ পাওয়ার পর মা এবং ছেলেকে প্রতারণার অভিযোগে রাজপাড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

অনলাইন আপডেট

আর্কাইভ