বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
Online Edition

নোয়াখালীর হাতিয়ায় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ১৫৬তম শাখার উদ্বোধন

 

নোয়াখালীর হাতিয়া উপজেলায় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের ১৫৬ তম শাখার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। ৯ আগস্ট বৃহস্পতিবার ব্যাংকের পরিচালক আলহাজ্জ আব্দুল মালেক মোল্লা প্রধান অতিথি হিসেবে শাখাটি উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপব্যবস্থাপনা পরিচালক মোঃ ফজলুল করিম। 

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের কুমিল্লা জোনের প্রধান ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এ. কে. এম. আমজাদ হোসেন। হাতিয়া পৌরসভার মেয়র এ. কে. এম. ইউসুফ আলী এবং হাতিয়া শহর বণিক কল্যাণ সমিতির সভাপতি আব্দুল্লাহ্ আল মামুন এ সময় বক্তব্য রাখেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এডভোকেট ফজলে আজিম তুহিন, এলজিপি, হাতিয়া, এডভোকেট আহমেদ করিম, সাবেক এলজিপি, হাতিয়া, এডভোকেট কেফায়েত উল্লাহ, হাতিয়া ডিগ্রি কলেজের প্রিন্সিপাল মোঃ শরফুদ্দিন, এডভোকেট ফখরুদ্দিন লিপন, হাফেজ মাওলানা ইলিয়াস এবং মোঃ আব্দুল কাদের। উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক গ্রাহক শুভানুধ্যায়ীর সমাগম ঘটে। শাখা ব্যবস্থাপক মোঃ ছানাউল্লাহ্ জসিম উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। 

প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের পরিচালক আলহাজ্জ আব্দুল মালেক মোল্লা বলেন, শুধু আর্থিক লাভের জন্য এ ব্যাংক প্রতিষ্ঠিত হয়নি। মানুষকে সুদের ভয়াবহতা থেকে রক্ষা করার মহান উদ্দেশ্য নিয়ে ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক। তিনি নতুন শাখাসহ ব্যাংকের সকল শাখায় শরীয়াহ্ সম্মতভাবে সর্বোচ্চ গ্রাহকসেবার নিশ্চয়তা দেন।

সভাপতির বক্তব্যে উপব্যবস্থাপনা পরিচালক মোঃ ফজলুল করিম বলেন, ইসলামী ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে হালালভাবে ব্যবসা পরিচালনার পাশাপাশি দেশের আর্থ-সামাজিক উন্নয়ন সম্ভব। দেশের ইসলামী ব্যাংকিং ব্যবস্থা এরই মধ্যে তা প্রমাণে সফল হয়েছে। সর্বাধুনিক সকল ব্যাংকিং পরিষেবা নিয়ে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এই এলাকার উন্নয়নে সহযোগী হবে, ইনশাহ-আল্লাহ। প্রেস বিজ্ঞপ্তি।

অনলাইন আপডেট

আর্কাইভ