শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

খুলনায় আওয়ামী লীগ নেতা ও উপজেলা চেয়ারম্যান বাচ্চুর বাড়ি থেকে অস্ত্র গুলী ও ইয়াবা উদ্ধার

 

খুলনা অফিস : খুলনা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও তেরখাদা উপজেলা চেয়ারম্যান শরফুদ্দিন বিশ্বাস বাচ্চুর বাড়ি থেকে অস্ত্র, গুলী ও ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ সময় পুলিশ তার ছোট ভাই রকিব উদ্দিন বিশ্বাসের স্ত্রী শাহীনা পারভীনকে (৩০) গ্রেফতার করা হয়। গতকাল শনিবার সকাল ৯টায় উপজেলার নলিয়ারচর গ্রামের তাদের নিজ বাড়িতে এ অভিযান চালায় খুলনা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তারা। অভিযানের খবর পেয়ে উপজেলা চেয়ারম্যানের ছোট ভাই রকিবউদ্দিন বিশ্বাস ও তার সহযোগী বুলবুল মোল্লা পালিয়ে গেছে। উপজেলা চেয়ারম্যান খুলনা মহানগরীর টুটপাড়ার বাড়িতে থাকেন। ওই বাড়িটিতে তার ছোট ভাই রকিবউদ্দিন বিশ্বাস ও গ্রেফতারকৃত শাহীনা থাকতেন বলে জানা গেছে।     জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক রাশেদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা চেয়ারম্যান শরফুদ্দিন বিশ্বাস বাচ্চুর ছোট ভাই রকিবউদ্দিন বিশ্বাসের বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানের বিষয়টি টের পেয়ে রকিবউদ্দিন বিশ্বাস ও তার সহযোগী বুলবুল মোল্লা পালিয়ে যায়। এ সময় একটি বিদেশী পিস্তল, তিন রাউন্ড গুলী, একটি ম্যাগজিন, চাপাতিসহ বিভিন্ন সাইজের চারটি রাম দা, ৩৫ পিস ইয়াবা ও ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে রকিবের স্ত্রী শাহীনা পারভীনকে গ্রেফতার করা হয়।

এ ব্যাপারে তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালেকুজ্জামান বলেন, এ ঘটনায় তেরখাদা থানায় মাদকদ্রব্য অধিদপ্তর পৃথকভাবে দু’টি মাদক ও একটি অস্ত্র আইনে মামলা দায়ের করেছেন। এর মধ্যে মাদক দ্রব্য আইনের মামলায় শাহীনাকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

 

অনলাইন আপডেট

আর্কাইভ