শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপ টটেনহামের

স্পোর্টস ডেস্ক  : ২০১৮ সালের প্রাক-মৌসুম প্রস্তুতিমূলক টুর্নামেন্ট ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপে চ্যাম্পিয়ন হয়েছে ইংলিশ ক্লাব টটেনহাম। জুলাইয়ে যুক্তরাষ্ট্রে প্রাক-মৌসুম সফরে টটেনহাম প্রথম ম্যাচে রোমাকে হারিয়েছিল ৪-১ গোলে। পরের ম্যাচে বার্সেলোনার সঙ্গে নির্ধারিত সময়ে ২-২ গোলে ড্রয়ের পর তারা টাইব্রেকারে হেরেছিল। আর শেষ ম্যাচে এসি মিলানকে হারিয়েছিল ১-০ গোলে।১৮ দলের মেগা টুর্নামেন্টে শনিবার রাতে শেষ ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ইন্টার মিলানের ১-০ গোলের জয়ে টটেনহামের শিরোপা নিশ্চিত হয়।পয়েন্ট টেবিলে শীর্ষে থেকে শিরোপা জিততে অ্যাটলেটিকোর মাঠে শনিবারের এই ম্যাচে অন্তত চার গোলের ব্যবধানে জিততে হতো মিলানকে। কিন্তু শেষ পর্যন্ত তারা তৃতীয় হয়েছে। অ্যাটলেটিকো, বরুসিয়া ডর্টমুন্ড, মিলান- তিন দলেরই পয়েন্ট সমান ৭। তবে মিলান গোল পার্থক্যে পিছিয়ে আছে।চতুর্থ ও পঞ্চম স্থানে আছে যথাক্রমে আর্সেনাল ও লিভারপুল। রিয়াল মাদ্রিদ আছে ষষ্ঠ স্থানে। সবার নিচে বার্সেলোনা। টুর্নামেন্টের অফিসিয়াল টুইটার পেজ থেকে চ্যাম্পিয়ন টটেনহামকে অভিনন্দন জানানো হয়েছে, ‘কী দুর্দান্ত এক টুর্নামেন্টই না গেল! টটেনহামকে অভিনন্দন, তোমরা এ বছরের ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপে চ্যাম্পিয়ন হয়েছো। টুর্নামেন্টে অংশ নেওয়া সব দলকেই অভিনন্দন। ২০১৯ সালে আবার দেখা হবে।’২০০৮ সাল থেকে কোনো মেজর শিরোপা জিততে পারেনি টটেনহাম। অবশেষে অন্তত একটা ট্রফি পেল তারা, হোক সেটা প্রাক-মৌসুমের!

অনলাইন আপডেট

আর্কাইভ