বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
Online Edition

বাংলাদেশ কালচারাল একাডেমির উদ্যোগে কবি মতিউর রহমান মল্লিক স্মরণ ও দোয়া অনুষ্ঠিত

গত শনিবার বাংলাদেশ কালচারাল একাডেমি-বিসিএ এর নিজস্ব মিলনায়তনে মণনশীল সাংস্কৃতিক ধারার রূপকার কবি মতিউর রহমান মল্লিক স্মরণে আলোচনা আবৃত্তি গান ও দোয়া অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ কালচারাল একাডেমি-বিসিএ এর নিজস্ব মিলনায়তনে মণনশীল সাংস্কৃতিক ধারার রূপকার কবি মতিউর রহমান মল্লিক স্মরণে গত শনিবার আলোচনা আবৃত্তি গান ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বিসিএর সভাপতি মিডিয়াপার্সন শরীফ বায়জীদ মাহমুদের সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক তাসবীর লসকরের পরিচালনায় অনুিষ্ঠত এ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আবেদুর রহমান, গীতিকার সুরকার তফাজ্জল হোসেন খান, শিল্পী ইব্রাহিম মন্ডল,গল্পকার ইবরাহীম বাহারী, সবুজ চৌধুরী প্রমুখ।  অনুষ্ঠানের সভাপতি তাঁর বক্তব্যে বলেন, বিজয়ের ৪৬ বছর পার হলেও সত্যিকারের স্বাধীনতা আমরা আজও অর্জন করতে পারিনি, তাইতো কবি মল্লিক লিখে গেছেন ‘‘অনেক বিজয় এসেছে আবার অনেক বিজয় আসেনি যে”। সাংস্কৃতিক স্বাধীনতার জন্য প্রয়োজনে আমাদের আবারও লড়াই করতে হবে। আমাদের ভবিষ্যত প্রজম্ম এর জন্য একটি সুখী-সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার জন্য কবি মতিউর রহমান মল্লিক এর রচনাবলী সকলের ঘরে ঘরে পৌছে দিতে হবে। বিসিএ এর কর্মীদের এক্ষেত্রে অগ্রনী ভূমিকা পালন করতে হবে। সম্প্রতি কবি মল্লিক রচনাবলী ১ম খন্ড প্রকাশিত হয়েছে। বাকী ২টি খন্ড প্রক্রিয়াধীন রয়েছে। এর সাথে সংশ্লিষ্ট সবাইকে বক্তাগণ ধন্যবাদ জানান। 

অনুষ্ঠানে কবি মল্লিক এর গান পরিবেশন করেন শিল্পী সুরকার তোফাজ্জল হোসেন খান,হাসনাত আব্দুল কাদের,নাসির আল মামুন। আবৃত্তি করেন আবৃত্তিকার বোরহান মাহমুদ। এছাড়া বিগত পহেলা আগস্ট মিরপুরস্থ কালসী কবরস্থানে কবির কবর জিয়ারত করেন বিসিএ এর নেতৃবৃন্দ।  উল্লেখ্য, কবি মতিউর রহমান মল্লিক ২০১০ সালের ১২ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় ইন্তিকাল করেন। প্রেসবিজ্ঞপ্তি।

অনলাইন আপডেট

আর্কাইভ