শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

চট্টগ্রাম শাহ আমানতে পৌনে চার কেজি স্বর্ণ আটক

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ৩২টি স্বর্ণের বার পেয়েছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। বুধবার সকাল ৭টা ৫৫ মিনিটে বিজি ১৪৮ ফ্লাইটে এ ঘটনা ঘটে। ২৪ ক্যারেটের স্বর্ণবারগুলোর ওজন ৩ কেজি ৭৩০ গ্রাম ও আনুমানিক মূল্য এক কোটি ৬০ লাখ টাকা। গোপন সংবাদের ভিত্তিতে অধিদফতরের বিমানবন্দর ইউনিটের সহকারী পরিচালক আবু হানিফ মোহাম্মদ আবদুল আহাদের নেতৃত্বে বিমান অবতরণের আগেই শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা বিমানবন্দরের বিভিন্ন স্থানে অবস্থান নেন। বিমান অবতরণের পরপরই সহকারী পরিচালকসহ একটি টিম বিমানের ভেতরে ঢোকেন। কর্মকর্তারা মালিকবিহীন একটি ব্যাগ উদ্ধার করেন। এরপর ব্যাগ তল্লাশি করে ৩২ পিস স্বর্ণবার পাওয়া যায়।
২ পুলিশ সাময়িক বরখাস্ত : চট্টগ্রাম আদালতে পুলিশ হেফাজতে থাকা অবস্থায় মাদক মামলার আসামী পালানোর ঘটনায় ২ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার রাতে দায়িত্বে অবহেলার কারণে তাদের বরখাস্ত করা হয়েছে বলে জানান সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান। বরখাস্ত হওয়া দুই পুলিশ সদস্য হলেন- আকবরশাহ থানার উপ-পরিদর্শক ফখরুল ইসলাম ও নগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রসিকিউশন বিভাগের কনস্টেবল হাসান চৌধুরী। সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান বলেন, দায়িত্বে অবহেলার কারণে ২ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) হাসান মোহাম্মদ শওকত আলী ও উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) ফারুক উল হাসান তাদের বরখাস্তের আদেশ দেন বলে জানা যায়। মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম আদালত ভবনে পু্লশি হেফাজত থেকে পালিয়ে যায় মাদক মামলার এক আসামী মাসুদ রানা (২২)। মাসুদ রানাকে রিমান্ড শুনানির জন্য আদালতে নিয়ে আসা হয়েছিল।

অনলাইন আপডেট

আর্কাইভ