শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

দেশ থেকে আলাদা হতে চাই না -ফারুক আবদুল্লাহ

১৯ আগস্ট, ডেইলি সিয়াসাত : জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্সের প্রধান ডা. ফারুক আবদুল্লাহ বলেছেন, ‘আমরা সন্ত্রাসী নই, ভারত বিরোধীও নই, আমরা ভারত থেকে আলাদাও হতে চাই না, আমরা মহাত্মা গান্ধীর ভারত চাই।’ রাজধানী নয়াদিল্লীতে বিরোধীদলীয় নেতাদের এক সম্মেলনে তিনি ওই মন্তব্য করেন। বিজেপি বিরোধী ওই সম্মেলনে ফারুক আবদুল্লাহ বলেন, আমরা ভারত থেকে আলাদা হতে চাই না। কিন্তু আমরা ওই ভারতকে গ্রহণ করব না যেখানে মানুষের সমতা নেই, তা সে হিন্দু হোক, মুসলিম হোক, শিখ হোক বা খ্রিস্টান হোক না কেন। আমরা সেই ভারত চাই যার স্বপ্ন জাতীর জনক মহাত্মা গান্ধীজি দেখেছিলেন।’

 ‘দেশের  বৈচিত্রময় সংস্কৃতি রক্ষা’ শীর্ষক ওই সম্মেলনে সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি বলেন, ‘আমার নাম সীতারাম বলেই বলতে পারি, ওরা হিন্দু ধর্মের নামে যা করছে, তা ঠিক নয়।’

কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী বলেন, ‘বিজেপি সভাপতি অমিত শাহ ভারতকে ‘সোনার পাখি’ হিসেবে দেখেন। ৭০/৮০ বছর আগে যেমন ইংরেজরা দেখত। সেভাবেই অমিত শাহ’রা দেশকে খাঁচা বানিয়ে কিছু শিল্পপতি বন্ধুকে সুবিধা দেন। দেশের সম্পদকে হাতিয়ার করে বন্ধুবান্ধব, পুঁজিপতিদের স্বজনপোষণ চলছে।’ রাহুল গান্ধী বলেন, ‘বিরোধীরা একজোট হয়ে সামনের তিন রাজ্যের বিধানসভা নির্বাচন ও লোকসভায় নির্বাচনে বিজেপিকে পরাজিত করবে। আমরা দেশকে বিজেপি-মুক্ত করব না। তাদের শেষ করব না। আমরা বুঝিয়ে দেবো ওদের আদর্শের থেকে আমাদের আদর্শ অনেক বেশি শক্তিশালী।’ সম্প্রতি বিজেপি থেকে তৃণমূলে যোগ দেয়া সাবেক এমপি চন্দন মিত্র বলেন, ‘বিজেপি’র মধ্যে অনেক কিছুই অত্যন্ত খারাপ। ধীরে ধীরে বিজেপি সম্পর্কে মানুষের মোহ দূর হয়ে যাচ্ছে।’ 

অনলাইন আপডেট

আর্কাইভ