শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

মিটামইনে বসতবাড়ি নিয়ে বিরোধে একজন খুন

 

কিশোরগঞ্জ সংবাদদাতা : কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলায় ছোটদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে হতাহতের ঘটনার একদিন পর এবার বসতবাড়ি নিয়ে বিরোধে সংঘর্ষে বাবুল (৩৪) নামে এক যুবক খুন হয়েছে। এ ঘটনায় আরো কয়েকজন আহত হয়েছে। শনিবার (২৫ আগস্ট) সকালে উপজেলার গোপদীঘি ইউনিয়নের বজকপুর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত বাবুল বজকপুর গ্রামের মুর্শিদ মিয়ার ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বজকপুর গ্রামে একটি বাড়ি নিয়ে আমির হোসেন মাস্টার ও দুলাল মেম্বারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে মামলা-মোকদ্দমাও চলে আসছিল। পূর্ব বিরোধের জের ধরে গতকাল শনিবার সকালে উভয়পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে বল্লমের আঘাতে বাবুল মারা যায়। এ সময় নিহত বাবুলের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর এবং লুটপাট করা হয়েছে বলেও স্থানীয়রা জানিয়েছেন। মিঠামইন থানার ওসি আলীমুল হক জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এছাড়া নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

 

অনলাইন আপডেট

আর্কাইভ