বুধবার ১৭ এপ্রিল ২০২৪
Online Edition

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে প্রশিক্ষণ

পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতা: জয়পুরহাটের পাঁচবিবিতে বাল্যবিবাহ, যৌতুক, ইভটিজিং, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিমুলক প্রশিক্ষণ বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়। রোববার সকালে উপজেলা হলরুমে, উপজেলা পরিষদের আয়োজনে পাঁচবিবি নারী ও শিশু উন্নয়ন কমিটির বাস্তবায়নে, উপজেলা পরিষদ পরিচালনা ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সী (জাইকা) এর সহায়তার সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে সচেতনতা মুলক বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান প্রভাষক মোস্তাফিজুর রহমান, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাবিনা সুলতানা ইতি, মহিলা ভাইস-চেয়ারম্যান দৌলতন নাহার দোলন, ভাইস-চেয়ারম্যান জিয়াউল ফেরদৌস রাইট, থানার অফিসার ইনচার্জ মোঃ ফরিদ হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রীতা রানী পাল, প্রকল্প সমন্বয় কর্মকর্তা জাহাঙ্গীর আলম সহ উপজেলার সকল কাজী, মসজিদের ইমাম গণ, ইউপি সদস্য ও সাংবাদিক প্রমুখ।

অনলাইন আপডেট

আর্কাইভ