বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
Online Edition

মার্কিন ধর্মযাজকের বিষয়ে অনুরোধ মানা হবে না: এরদোগান

৫ সেপ্টেম্বর, মিডল ইস্ট মনিটর : মার্কিন ধর্মযাজক অ্যান্ড্রু ব্রুনসনের বিষয়ে আইন বিরুদ্ধ কোনো অনুরোধ মানা হবে না। গতকাল বুধবার তুরস্ক প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোগান দেশটির হারিয়েত নামক একটি সংবাদপত্রে এ কথা জানিয়েছেন।

এরদোগান বলেন, মার্কিন ধর্মযাজকের মামলাটি আইন অনুযায়ী পরিচালিত হচ্ছে। তিনি আরো উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র কখনোই হুমকি প্রয়োগ করে এ মামলাটিতে কোনো লাভজনক অবস্থায় পৌঁছাতে পারবে না।

উল্লেখ্য, ধর্মপ্রসারের উদ্দেশ্যে তুরস্কে আসা বর্তমানে গৃহবন্দী ধর্মযাজক অ্যান্ড্রু ব্রুনসনকে ২০১৬ সালে দেশটির প্রেসিডেন্ট এরদোগানকে সরানোর জন্য ব্যর্থ সেনা অভ্যুত্থানের অন্যতম পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত করা হয়। তার মুক্তির ব্যাপারে যুক্তরাষ্ট্র তুরস্কের সাথে বারবার যোগাযোগ করে। যদিও তুরস্ক তার অনড় অবস্থানের কথা জানালে, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় পড়ে দেশটি।

অনলাইন আপডেট

আর্কাইভ