শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

মেরামতের তিন মাসের মধ্যে ভেঙ্গে গেছে হাসপাতাল সড়ক

কলাপাড়া (পটুয়াখালী) সংবাদদাতা: পটুয়াখালীর কলাপাড়া উপজেলার  প্রানকেন্দ্র ৫০ শয্যায় হাসপাতাল সড়কটি মেরামতের তিন মাস না যেতেই ফের যেই সেই অবস্থা। খানা-খন্দে একাকার হয়ে গেছে। মাত্র দুই শ’ মিটার সড়কের বেহাল দশায় কলাপাড়ার সাধারণ মানুষসহ হাসপাতালে যাওয়া-আসার রোগীদের চরম ভোগান্তি হচ্ছে। প্রায় সময় যানবাহন উল্টো দুর্ঘটনা ঘটছে। হাসপাতালের প্রবেশদ্বারে বেহালদশার ২০০ মিটার সড়কের অবস্থান। কুয়াকাটাগামী মহাসড়কের অংশ এটি। পৌর এলাকার আন্ধারমানিক নদীতীর ফেরিঘাট পর্যন্ত ছিল সড়কটির শেষ অবস্থান। এখানে শহীদ শেখ কামাল সেতু নির্মাণ হওয়ায় সওজের কাছে গুরুত্বহীন হয়ে যায় মহাসড়কের দুই শ’ মিটার এলাকা। এছাড়া সড়কটি দখল করে বিভিন্ন ধরনের অটো-টমটম-মাহিন্দ্রার অবৈধ স্ট্যান্ড করা হয়েছে। সড়কটি দখল করে সেতুর নিচেসহ পাশে তোলা হয় অবৈধ স্থাপনা। কয়েকমাস আগে একটি দোকান থেকে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। কলাপাড়া পৌরসভা সহকারী প্রকৌশলী মিজানুজ্জামান জানান, ড্রেনের পাশের কাদামাটি অপসারনে উদ্যোগ নেয়া হয়েছে। তবে সমস্যা যাই হোক হাসপাতালের সামনের গুরুত্বপুর্ণ এই দুই শ’ মিটার সড়ক রোগীসহ সাধারন যাত্রীদের দ্রুত চলাচলের উপযোগী করা হোক।

অনলাইন আপডেট

আর্কাইভ