বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
Online Edition

ঘাটতি পূরণে এইচপি দল

স্পোর্টস রিপোর্টার : বাংলাদেশ দলে হার্ডহিটার ব্যাটসম্যানের ঘাটতি পূরণে হাই পারফরম্যান্স দলের ক্যাম্প কার্যকরী ভূমিকা রাখবে বলে মনে করেন দলটির ব্যাটিং কোচ জাফরুল এহসান। গত ক’বছরে ওয়ানডেতে ভালো করলেও, টি-টোয়েন্টির রঙিন জার্সিটা ঠিক যেন রাঙাতে পারেনি বাংলাদেশ ক্রিকেট দল। উইন্ডিজদের বিপক্ষে সবশেষ টি-টোয়েন্টি সিরিজ জয়টা অবশ্যই ইতিবাচক। এ ফরম্যাটে প্রতিপক্ষের বুকে কাঁপন ধরানো দল এখনো হয়ে ওঠা হয়নি টাইগারদের। প্রয়োজনে বড় শট খেলে দ্রুত রান তুলতে পারেন, এমন ব্যাটসম্যানের সংকট আছে। সম্ভাবনাময় অনেক ব্যাটসম্যানই আন্তর্জাতিক মঞ্চে নিজেদের প্রমাণে হয়েছেন ব্যর্থ। যদিও সক্ষমতা বাড়াতে বেশ তৎপর মনে হচ্ছে বিসিবি'র হাই পারফরম্যান্স ইউনিটকে। টি-টোয়েন্টি ফরম্যাটে মিরপুর স্টেডিয়ামে পরপর ২টি ম্যাচ খেলেছেন তারা। হাই পারফরম্যান্স দলের ব্যাটিং কোচ জাফরুল এহসান বলেন, আফিফের স্ট্রাইক রেট খুবই ভালো ছিলো। দুই দিনে সাত উইকেট নিয়েছে। সবমিলিয়ে বেশ ভালোই করেছে সবাই। পাওয়ার হিট নিয়ে কাজ হচ্ছে। যে জিনিসগুলো টি-২০তে দরকার সেগুলো নিয়ে কাজ হচ্ছে। যদিও লেগ স্পিন বিভাগ এখনো সীমাবদ্ধ লিখন-তানভীরেই। তবে, পাইপলাইন আর আপাতত জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটাররা বোর্ডের তদারকিতে থাকছেন, এটা দেশের ক্রিকেটের জন্য সুখকর। সৌম্য, তাসকিন, বিজয়, সাইফুদ্দিন, আফিফরা নিজেদের ঝালিয়ে নেয়ার সুযোগ পাচ্ছেন।

অনলাইন আপডেট

আর্কাইভ