শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪
Online Edition

মুরাদনগরে আলহাজ্ব সামছুল হক ফুটবল টুর্ণামেন্ট জাড্ডা চ্যাম্পিয়ন

মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতা : কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন হায়দরাবাদ সামছুল হক কলেজ মাঠে শনিবার বিকেলে আলহাজ্ব সামছুল হক ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় আকুবপুর ইউনিয়নের পান্ডুঘর একাদশকে ২-১ গোলে হারিয়ে আন্দিকুট ইউনিয়নের জারেরা (জাড্ডা) হায়দার স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে। খেলা শেষে বিজয়ী ও বিজিত দলকে পুরস্কার তুলে দেয়া হয়। শিল্পপতি ও শিক্ষানুরাগী আলহাজ্ব সামছুল হকের সভাপতিত্বে উক্ত খেলায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব হারুণ আল রশীদ। এতে বিশেষ অতিথি ছিলেন আলহাজ্ব সামছুল হকের সহধর্মীনি বেগম জাহানারা হক, ইউপি চেয়ারম্যান ওমর ফারুক সরকার, শরিফুল ইসলাম, জাকির হোসেন, নজরুল ইসলাম, বাবুল আহমেদ মোল্লা, রুহুল আমিন, কাইয়ুম ভুইয়া, সাবেক ইউপি চেয়ারম্যান আলী আবু তালেব ভুইয়া, শহীদুল আলম। খেলায় ধারা ভাষ্যকার ছিলেন রাসেদুল আল-আমিন ও সামসুল হক সানি। টুর্ণামেন্ট পরিচালনা করেন ব্যবসায়ী ফারুক সরকার মজিব, জাকির হোসেন, আবু কাউছার ভুইয়া, বাছির আহাম্মদ সাগর, সেলিম হায়দার, মনির হোসেন, ফারুক ইসলাম সাগর। খেলা পরিচালনায় ছিলেন জহির রায়হান। অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন এডভোকেট পাপিয়া সুলতানা হক পলি, এডভোকেট তৌহিদুর রহমান, জাহানারা হক ডিগ্রি কলেজের অধ্যক্ষ মেজর অবসরপ্রাপ্ত আসাদুজ্জামান, সামছুল হক কলেজের অধ্যক্ষ মাহবুব আলম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবীর কিবরিয়া, হায়দরাবাদ মাসুম বিল্লাহ মেমোরিয়াল দাখিল মাদরাসার সুপার হাফেজ মাওলানা হোসাইন আহাম্মদ, বাঙ্গরা বাজার উপজেলা বাস্তবায়ন পরিষদের আহবায়ক ইঞ্জিনিয়ার মনির খান, বাঙ্গরা বাজার থানা কৃষক লীগের যুগ্ম আহবায়ক শাহনুর আলম মাখন, আওয়ামীলীগ নেতা শাহাবুদ্দিন শাহীন, হাফেজ আহাম্মদ, শিমুল বিল্লাহ শিমুল, মাইন উদ্দিন স্বপন, উপজেলা শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা, অর্থ সম্পাদক এমরান হোসেন রিপন, কৃষকলীগ নেতা সোহেল সরকার, আবুল খায়ের মাস্টার, মাদক বিরোধী সংগঠনের সভাপতি হাজী আবু সাইদ, যুবলীগ নেতা মিয়া মোহাম্মদ মাসুম, ব্যবসায়ী রবিউল আউয়াল শাহীন, এনামুল হক হায়দার, ইউনিয়ন আওয়ামী যুবলীগের আহবায়ক আব্দুল আলীম, ইউপি সদস্য রফিকুল ইসলাম, সাবেক ইউপি সদস্য শহীদ মিয়া, ডাক্তার শওকত আলী ও সাংবাদিক রাজিম খান প্রমুখ।

অনলাইন আপডেট

আর্কাইভ