শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

নেপাল লিগে খেলবেন বাংলাদেশের নুরুল করিম

স্পোর্টস রিপোর্টার : নেপালের প্রথম বিভাগ ফুটবল লিগে ফ্রেন্ডস ক্লাবের পক্ষে খেলতে যাচ্ছেন বাংলাদেশের গোলকিপার নুরুল করিম। ইতোমধ্যেই ক্লাবটির সাথে যোগ দিয়েছেন চট্টগ্রামের এই ফুটবলার। আগামী ২৯ সেপ্টেম্বর থেকে নেপালে শুরু হচ্ছে ‘এ’ ডিভিশন ফুটবল লিগ। সেই লিগে খেলবেন বাংলাদেশের গোলকিপার নুরুল করিম। ফ্রেন্ডস ক্লাবের হয়ে গোলবারের নিচে দাঁড়াবেন চট্টগ্রাম থেকে উঠে আসা এই গোলকিপার। সম্প্রতি নুরুল করিমের সঙ্গে নেপালের ফ্রেন্ডস ক্লাবের চুক্তি হয়েছে।বাংলাদেশের বিভিন্ন ক্লাবে গোলকিপার হিসেবে নুরুল করিমের খেলার সুযোগ হলেও প্রথম পছন্দ হিসেবে কমই খেলার সুযোগ হয়েছে তার। তাই দক্ষিণ এশিয়ান কোটায় সুযোগ পেয়ে নেপালের ক্লাবে খেলার সুযোগটা আর হাতছাড়া করলেন না। তবে এবারই এমনটি ঘটেনি তার ক্যারিয়ারে। ২০১০ সালে নেপালের সানকাটা ক্লাবে খেলার অভিজ্ঞতা আছে নুরুল করিমের। ২৬ বছর বয়সী এই গোলকিপার জানালেন, ‘বাংলাদেশে অনেক সময় জুনিয়র খেলোয়াড় থাকায় মূলধারায় খেলার সুযোগ কমই আসে। তাই আমি দেশের বাইরের  ক্লাব বেছে নিয়েছি। আমার লক্ষ্য ইউরোপে খেলা।’ উল্লেখ্য নুরুল করিম বাংলাদেশের বয়সভিত্তিক বিভিন্ন আসরে খেললেও মাঝে ইনজুরির কারণে ফুটবল থেকে দূরে ছিলেন। এবার নেপালের ক্লাব থেকে আমন্ত্রণ পেয়ে সেখানে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিলেন। তাই কাঠমন্ডুর দলটির হয়ে এবার ভালো করার লক্ষ্য বাংলাদেশের গোলকিপারের।

অনলাইন আপডেট

আর্কাইভ