বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
Online Edition

দেশের হয়ে প্রত্যেকটি ম্যাচই সমান গুরুত্বপূর্ণ -মাশরাফি

স্পোর্টস রিপোর্টার : দেশের হয়ে মাঠে নামা প্রত্যেকটি ম্যাচই সমান গুরুত্বপূর্ণ বলেন ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।বুধবার দুপুরে দুবাইয়ে সংবাদমাধ্যমের কাছে একথা বলেন মাশরাফী। আজ বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকাল ৫.৩০ মিনিটে এশিয়া কাপে গ্রুপপর্বের শেষ ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ আফগানিস্তান। দুদলেরই সুপার ফোর পর্ব নিশ্চিত হয়ে গেছে। এবার গ্রুপসেরা আর আত্মবিশ্বাস বাড়িয়ে নেয়া জয়ের খোঁজে নামবে মাশরাফীর দল। আড়াইশ উইকেটের মাইলফলকের সামনে দাঁড়িয়ে আগামী ম্যাচ নিয়ে অবশ্য বিশেষকিছু ভাবছেন না টাইগার অধিনায়ক। তার কাছে এটি কেবল আরেকটি গুরুত্বপূর্ণ ম্যাচ, ‘এতে আমার বাড়তি কোনো ব্যাপার থাকবে না। এরআগেও  ১০০, ২০০ উইকেটের সময় তেমন কোনকিছু মনে হয়নি। নরমাল খেলা খেলেছি। এবারও তেমন বাড়তি কিছু থাকবে না। আমার কাছে দেশের হয়ে খেলতে নামা প্রত্যেকটি ম্যাচ সমান গুরুত্বপূর্ণ।সবসময় প্রত্যেক ম্যাচে অবদান রাখতে চেষ্টা করি। যেকোনো ম্যাচে অবদান রাখতে পারলেই ভালোলাগা কাজ করে।’ দেরাদুনে কিছুদিন আগে টি-টুয়েন্টি সিরিজে আফগানিস্তানের বিপক্ষে ৩-০তে হেরেছে বাংলাদেশ। আফগানরা তাই কঠিন প্রতিপক্ষই। তাদের বিপক্ষে বাংলাদেশকে অন্যরকম প্রতিপক্ষ ভাবা হয় কিনা- এ প্রসঙ্গে মাশরাফি বলেন, ‘সবাই জয়ের ইচ্ছায় খেলতে নামে। আমরাও তাই নামব। তবে প্রত্যেক ম্যাচেই এমনটা বলা হয়। এরআগে যখন শ্রীলঙ্কার সঙ্গে খেলা হল, তখনো এমন একটা কথা শোনা গেল। আসলে তেমন কিছু নয়। সবাই জিততেই মাঠে নামে।’ সুপার ফোর নিশ্চিতের পর আফগানিস্তানের সঙ্গে একঅর্থে নিয়মরক্ষার ম্যাচ। পরের রাউন্ডে প্রথম  প্রতিপক্ষ ভারত। তার আগে দলের কাউকে বিশ্রামে রাখার পরিকল্পনা নিয়ে ম্যাশ বললেন,  আমরা এভাবে চিন্তা করছি না। প্রত্যেকটিই দেশের আন্তর্জাতিক ম্যাচ। সুতরাং আফগানিস্তানের সঙ্গে ম্যাচটিরও গুরুত্ব রয়েছে। ’চোট পেয়ে দেশে ফিরে আসা তামিমকে দল নিশ্চিতভাবেই মিস করবে। অধিনায়কও সেটি গোপন করার চেষ্টা করলেন না, ‘তামিমের ব্যাপারটি আমাদের জন্য খুব দুঃখজনক। ও খুব ভালো ফর্মে ছিল।’ তামিমের জায়গা কে পূরণ করবে সে ব্যাপারে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি টিম ম্যানেজমেন্ট। তবে গত ম্যাচে নিচের দিকে ব্যাট করা মিঠুন ওপেন করার সামর্থ্য রাখেন। তাকে বা অন্য কাকে আফগান ম্যাচে উপরের দিকে দেখা যাবে এমন প্রসঙ্গে মাশরাফীর জবাব, ‘তেমন কোনো পরিবর্তন আসবে না। যারা নিচের দিকে খেলছে তারা নিচের দিকেই খেলবে। তবে নতুনদের নিজেদের প্রমাণ করার সুযোগ রয়েছে, ভালো করার সুযোগ রয়েছে।’

অনলাইন আপডেট

আর্কাইভ