শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

ইসরাইলের বিমান হামলায় নিহত ২ ফিলিস্তিনী

১৯ সেপ্টেম্বর, আল জাজিরা : অবরুদ্ধ গাজা উপত্যকার সীমান্তবর্তী অঞ্চলে ইসরাইলি বিমান হামলায় ২ ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছে। নিহত ফিলিস্তিনিদের নাম ইব্রাহিম আল নাজার ও মোহাম্মদ খিদির। গত সোমবার আহত হওয়ার পর রেড ক্রিসেন্ট কর্মীরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরে মঙ্গলবার তাদের নিহতের খবর নিশ্চিত করা হয়।

অন্যদিকে, ইসরাইল সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, সীমান্তে অবস্থানরত একদল সন্ত্রাসীর ওপর হামলা চালিয়েছে যুদ্ধবিমান।

উল্লেখ্য, ১৯৭৬ সাল থেকে বছরের ৩০শে মার্চ ফিলিস্তিনিরা ইসরাইলের দখলদারিত্বের প্রতিবাদে ‘ভূমি দিবস’ পালন করে আসছে। ওইদিন নিজেদের মাতৃভূমির দখল ঠেকাতে বিক্ষোভে নামলে ইসরাইলি সেনাদের হাতে ৬ ফিলিস্তিনি নিহত হলে এর প্রতিবাদে প্রতিবছর ৩০ মার্চ থেকে ছয় সপ্তাহের কর্মসূচি পালন করে তাকে ফিলিস্তিনিরা। চলতি বছর প্রাণহানি বেশি হওয়ায় এখনও বিক্ষোভ অব্যাহত রেখেছে ফিলিস্তিনিরা।

অনলাইন আপডেট

আর্কাইভ