শনিবার ২০ এপ্রিল ২০২৪
Online Edition

যেভাবেই হোক গোল চেয়েছিলাম

স্পোর্টস রিপোর্টার : ভিয়েতনামকে হারিয়ে এএফসি অনূর্ধ্ব-১৬ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া ম্যাচে গোল করতে পেরে দারুণ খুশি তহুরা খাতুন ও আঁখি খাতুন।কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে রোববার ‘এফ’ গ্রুপের ম্যাচে ভিয়েতনামকে ২-০ গোলে হারায় বাংলাদেশ। প্রথমার্ধের যোগ করা সময়ে তহুরা দলকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধে ব্যবধান দ্বিগুণ করেন আঁখি।ম্যাচ শেষের প্রতিক্রিয়ায় গোল দিয়ে দুজনেই উচ্ছ্বাসের কথা জানান। প্রথমার্ধের যোগ করা সময়ে আনাই মোগিনির শট গোলরক্ষকের গ্লাভস গলে বেরিয়ে যাওয়ার পর শামসুন্নাহার জুনিয়র টোকা দিয়ে সামনে বাড়ান; শেষ মুহূর্তে গোললাইনের একটু ওপর থেকে নিঁচু হেডে লক্ষ্যভেদ করেন তহুরা। এবারের বাছাই পর্বে চতুর্থ গোল করা এই ফরোয়ার্ড দলের জয়ে বেশি খুশি।“আমরা জয়ের জন্য সর্বোচ্চ চেষ্টা করেছি। জিতেছি বলে খুবই খুশি। আসলে ওই হেড দেওয়ার সময় শুধু মনে হয়েছিল, আমাকে যেভাবেই হোক হেডটা ঠিকমতো দিতে হবে; গোলটা করতে হবে।”৬৩তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে নেয় বাংলাদেশ। মারিয়া মান্ডার কর্নারে শামসুন্নাহার জুনিয়রের হেড পোস্টে লেগে ফেরার পর আখিঁর শটও গোলরকক্ষক ফেরান কিন্তু পুরোপুরি বিপদমুক্ত করতে পারেননি; ফিরতি শটে আখিঁই ঠিকানা খুঁজে নেন।এবারের আসরে প্রথম গোল পেয়ে খুশি এই ডিফেন্ডার।

অনলাইন আপডেট

আর্কাইভ