ঢাকা, বৃহস্পতিবার 28 March 2024, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী
Online Edition

বিভিন্ন নদ-নদীর ৭৫ স্থানে পানি হ্রাস পেয়েছে

সংগ্রাম অনলাইন ডেস্ক:

দেশের বিভিন্ন নদ-নদীর ৯৪টি পানি সমতল স্টেশনের পর্যবেক্ষন অনুযায়ী ৭৫ স্থানে পানি হ্রাস পেয়েছে এবং ১৫টি স্থানে বৃদ্ধি পেয়েছে।

এছাড়া ৩টি অপরিবর্তিত রয়েছে। ১টির কোন তথ্য পাওয়া যায়নি।

বন্যা পূর্বভাস ও সতর্কীরণ কেন্দ্রের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়েছে।

এতে বলা হয়, আজ সকাল ৯ টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় ৯৪টি পানি সমতল স্টেশনের পর্যবেক্ষন অনুযায়ী, সব প্রধান নদ-নদীর পানি বিপদসীমার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

আপার মেঘনা ব্যতীত সব প্রধান নদ-নদীসমূহের পানি সমতল হ্রাস পাচ্ছে যা আগামী ৭২ ঘন্টা অব্যাহত থাকতে পারে।

আপার মেঘনা অববাহিকার নদীসমূহের পানি সমতল আগামী ২৪ ঘন্টায় স্থিতিশীল থাকতে পারে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।-বাসস

অনলাইন আপডেট

আর্কাইভ