বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
Online Edition

মিয়ানমার সিমান্তে ২ কোটি ২০ লাখ ইয়াবা জব্দ থাইল্যান্ডের

১৬ অক্টোবর, রয়টার্স : থাইল্যান্ডের উত্তরাঞ্চলের চিয়াঙ রাই প্রদেশে মিয়ানমার সিমান্তে ২ কোটি ২০ লাখের বেশি মেথামফিটামিন বা ইয়াবা বড়ি জব্দ করেছে থাইল্যান্ডের পুলিশ। একইসঙ্গে এ ঘটনায় ১৩ জন সন্দেহভাজনকে আটক করা হয়েছে বলেও সোমবার দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে। খবর রয়টার্স। থাইল্যান্ডের পুলিশ জানিয়েছে, গত শনিবার বিশেষ অভিযান চালিয়ে ‘ইয়াবা’ বা ‘পাগলা মাদক’ বলে খ্যাত ১ কোটি ২২ লাখ মেথামফিটামিন বড়ি জব্দ করা হয়েছে। পরদিন রবিবার পৃথক আরেকটি অভিযান চালিয়ে আরো প্রায় ১ কোটি ইয়াবা জব্দ করা হয়েছে।
জব্দকৃত ইয়াবার বাজার মূল্য ঠিক কতো হবে সেটা তারা তাৎক্ষণিকভাবে জানায়নি। তবে দেশটিতে সম্প্রতি জব্দকৃত ইয়াবার দাম হিসেবে এগুলোর মূল্য প্রায় ৭ কোটি ১০ লাখ মার্কিন ডলার। দেশটির পুলিশ ও মাদক বিরোধী ব্যুরো জব্দকৃত এসব মাদকের প্রদর্শনীতে দেখা গেছে কীটনাশকের ব্যাগে করে ওইসব মাদক অত্যন্ত সুন্দভাবে মুড়িয়ে রাখা হয়েছে। প্রতিটি ব্যাগে ৪ লাখ ইয়াবা বড়ি ছিল। একইসঙ্গে এর সাখে ১০০ কেজি ইয়াবা তৈরির কাঁচামাল ক্রিস্টাল মেথ, ১ দশমিক ৮ টন গাঁজা ও ৮ কেজি কোকেনও জব্দ করা হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ। গত দুই সপ্তাহে এ নিয়ে দেশটিতে সাতটি মাদক চোরাচালান জব্দ করার ঘটনা ঘটলো।

অনলাইন আপডেট

আর্কাইভ