বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
Online Edition

তিব্বিয়া হাবিবিয়া কলেজ -এর ৮৮তম বর্ষপূর্তি ইন্টার্ণী শিক্ষার্থীদের সনদ বিতরণ অনুষ্ঠান

দেশের প্রাচীনতম ঐতিহ্যবাহী ইউনানী চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান “তিব্বিয়া হাবিবিয়া কলেজ, ঢাকা”-এর ৮৮তম বর্ষপূর্তি উদ্যাপন এবং ইন্টার্ণী শিক্ষার্থীদের সনদ বিতরণ অনুষ্ঠান বক্শী বাজারস্থ কলেজ ভবনে সম্প্রতি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী এবং কলেজ ম্যানেজিং কমিটির সভাপতি এডভোকেট মোঃ কামরুল ইসলাম এম.পি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ-এর চিফ মোতাওয়াল্লী ও ব্যবস্থাপনা পরিচালক এবং কলেজ ম্যানেজিং কমিটির সহ-সভাপতি ড. হাকীম মোঃ ইউছুফ হারুন ভূঁইয়া। কলেজের অধ্যক্ষ হাকীম আ.খ. মাহবুবুর রহমান সাকীর সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনানী ঔষধ শিল্প সমিতির সভাপতি ড. সাঈদ আহমেদ সিদ্দিকী, কলেজ ম্যানেজিং কমিটির সদস্য মুহাম্মদ সেলিমউল্লাহ, হাকীম খোদাদাদ আহমেদ, মোঃ আব্দুস সালাম, হাকীম ফয়জুল ইসলাম নাবাতাতী, হাকীম সাঈদ ইস্টার্ণ মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডাঃ মোঃ খোরশেদ আলম, নূর-মজিদ আয়ুর্বেদিক কলেজ-এর অধ্যক্ষ ডাঃ মোঃ মামুন মিয়া, তিব্বিয়া হাবিবিয়া কলেজের প্রাক্তণ সহযোগী অধ্যাপক হাকীম সাইয়েদ আ.ন.ম. ইয়াহ্ইয়া, বাংলাদেশ ইউনানী মেডিক্যাল এসোসিয়েশনের যুগ্ম-সাংগঠনিক সম্পাদক হাকীম মোঃ আব্দুল্লাহ আল-মামুন এবং কলেজের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

অনলাইন আপডেট

আর্কাইভ