শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪
Online Edition

পাকিস্তানকে ৩ বিলিয়ন মার্কিন ডলারের অর্থ সাহায্য দেবে সৌদি

১৫ নবেম্বর, এক্সপ্রেস ট্রিবিউন : সৌদি আরব পাকিস্তানকে ৩ বিলিয়ন মার্কিন ডলার অর্থ সাহায্য দেবে বলে জানিয়েছে পাকিস্তানে নিযুক্ত সৌদি দূত নাওয়াফ সায়েদ আল মালকি।

বুধবার একটি গণমাধ্যমে সায়েদ আল মালকি জানান, অর্থ সাহায্য ছাড়াও আরো তিন বিলিয়ন মার্কিন ডলার সমমূল্যের তেলও দেবে দেশটি।  এছাড়াও সৌদি আরব পাকিস্তানে আরো ৬ থেকে ৮ বিলিয়ন ডলার বিনিয়োগ করতে আগ্রহী বলেও তিনি জানান। এসময় তিনি সৌদি আরব বিদ্যুৎখাতে পাকিস্তানে প্রচুর বিনিয়োগের সুযোগ খুঁজছে বলেও জানান। বিশেষ করে করাচির কাছাকাছি পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রি তৈরি করার বিষয়েও ইচ্ছা প্রকাশ করেন। এদিকে অর্থ প্রাপ্তির কারণে দেশটি সৌদি আরবের সাথে সংশ্লিষ্ট কোনো যুদ্ধে পাকিস্তান অংশ নেবে কি না এমন প্রশ্নের জবাবে দেশটির পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি বলেন, এ ধরনের চিন্তার কোনো কারণ নেই। সৌদি আরব ও ইরান প্রসঙ্গে বলেন, মধ্যস্ততাকারী হিসেবে সৌদি আরব ও ইরান দুই দেশেরই পাকিস্তানের ভূমিকার ওপর আস্থা আছে।

অনলাইন আপডেট

আর্কাইভ