শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪
Online Edition

বগুড়া অঞ্চলের ২৮ জন সর্বোচ্চ করদাতাকে সম্মাননা প্রদান

বগুড়া অফিস (১২ নবেম্বর): বগুড়া কর অঞ্চলের আওতাধীন বগুড়া, জয়পুরহাট, গাইবান্ধা ও সিরাজগঞ্জ জেলার  মোট ২৮জন  সর্বোচ্চ করদাতাকে  সম্মাননা প্রদান করা হয়েছে। তিন ক্যাটাগরীতে প্রতি জেলায় ৭ জন করে  সর্বোচ্চ আয়করদাতাকে বগুড়া কর অঞ্চলের পক্ষ থেকে সম্মাননা ক্রেষ্ট ও সনদপত্র প্রদান করেন অতিথিবৃন্দ। এ ছাড়া মঙ্গলবার থেকে শুরু হতে যাওয়া ৪দিন্যবাপী কর মেলা উদ্বোধন করা হয়। সোমবার বগুড়া উপশহরের বিয়াম ফাউন্ডেশন মাল্টিপারপাস হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বগুড়া কর অঞ্চলের কর কমিশনার আবু সাইদ মোঃ মুস্তাকের সভাপতিত্বে সম্মানিত অতিথি ছিলেন  বগুড়ার ডিসি ফয়েজ আহাম্মদ, জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভূঁইয়া, বগুড়া শিল্প ও বণিক সমিতির সভাপতি মাসুদুর রহমান মিলন, বগুড়া কর আইনজীবী অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল হামিদ। এবার মেলায় ১০ কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। গত বারের মেলায় রাজস্ব আদায় হয়েছিল প্রায় ৫ কোটি টাকা। এ মেলার পর বগুড়া কর অঞ্চলের আওতাধীন সিরাজগঞ্জ, গাইবান্ধা , জয়পুরহাট জেলায় এবং উপজেলা পর্যায়ের মধ্যে শাহজাদপুর ও গোবিন্দগঞ্জে কর মেলার আয়োজন করা হয়েছে। সেই সাথে শেরপুর, দুপচাঁচিয়া, গাবতলী ও উল্লাপাড়া উপজেলায় ভ্রাম্যমাণ মেলা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

অনলাইন আপডেট

আর্কাইভ